Recharge Plans: ১ মাসের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কোনটি? জানালো Jio, Airtel এবং VI

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Jio , Airtel, Vi Recharge Plans: জুলাই মাস থেকে একাধিক টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। আগের থেকে অনেক বেশি টাকা দিয়ে গ্রাহকদের রিচার্জ করতে হচ্ছে। অনেক গ্রাহক থাকেন যারা দীর্ঘমেয়াদি রিচার্জ এর পরিবর্তে সাম্প্রতিক সুবিধার্থে স্বল্প মেয়াদী রিচার্জগুলি গ্রহণ করে থাকেন।

স্বল্পমেয়াদি রিচার্জগুলোর মধ্যে ২৮ দিনের রিচার্জ প্ল্যানটি বেশি জনপ্রিয়। আজকে আমরা এই প্রতিবেদনে জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (VI) কিংবা এয়ারটেলের (Airtel) ২৮ দিনের রিচার্জ প্ল্যানের বিষয়ে আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক।

জিও (Jio)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

১৯৯ টাকা রিচার্জ প্ল্যানটি হলো জিও (Jio)-র সব থেকে কম দামি রিচার্জ প্ল্যান। এর বৈধতা ২৮ দিন। রিচার্জের দাম বাড়ানোর আগে এই প্ল্যানটির দাম ছিল ১৫৫ টাকা। এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে পাওয়া যাবে মোট ২ জিবি ৪ জি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং মোট ৩০০টি এসএমএস। যাদের কল ছাড়া খুব বেশি ডেটার প্রয়োজন হয় না তারা এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করতে পারেন।

আরও পড়ুন: BSNL-এর ধামকা অফার! মাত্র ৯৪ টাকাতেই ৩০ দিন ভ্যালিডিটি সহ ফ্রি কল ও হাইস্পিড ইন্টারনেট

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ভোডাফোন-আইডিয়া (Vi)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়া (VI) সব থেকে কম দামের রিচার্জ প্ল্যানটি হলো ১৯৯ টাকা রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের বৈধতা হলো ২৮ দিন। এই প্ল্যানটি গ্রহণ করলে যে সুবিধা গুলি পাওয়া যাবে সেগুলি হল আনলিমিটেড কলিং,  মোট ২ জিবি ৪ জি ডেটা এবং মোট ৩০০টি এসএমএস।

আরও পড়ুন: India Post GDS Recruitment: ৪৪,০০০-এর বেশি শূন্যপদে ভারতীয় ডাকঘরে চাকরির সুযোগ! জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

এয়ারটেল (Airtel)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল (Airtel)-এর সবচেয়ে কম দামের রিচার্জ প্ল্যানটি হল ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান। দাম বাড়ানোর পূর্বেই রিচার্জ প্ল্যান এর দাম ছিল ১৭৯ টাকা। এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে যে সুবিধা গুলি পাওয়া যাবে সেগুলি হল আনলিমিটেড কলিং, মোট ২জিবি ৪জি ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএস। যাদের খুব বেশি ডেটার প্রয়োজন হয় না কিন্তু আনলিমিটেড কলের প্রয়োজন হয় তারা এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করতে পারেন।

আরও পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসের এই ৮ স্কিমে বিনিয়োগ করলে ৭ শতাংশের বেশি সুদ পাবেন, রইলো তালিকা

জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভিআই(VI)-এর সবথেকে কম দামি রিচার্জ হল ১৯৯ টাকা। তিনটি টেলিকম সংস্থা তাদের সর্বনিম্ন রিচার্জ প্ল্যানের মূল্য একই নির্ধারণ করেছে। সুবিধার মধ্যেও খুব একটা বেশি পার্থক্য নেই।

তবে jio ও vi এর এসএমএসের সুবিধা ২৮ দিনের মধ্যে ৩০০ টি দেওয়া হয়েছে, যেখানে এয়ারটেলে (Airtel) প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা পাওয়া যাচ্ছে। সে দিক থেকে বলা যায় রিচার্জ প্ল্যানটি এয়ারটেলে (Airtel) সবথেকে উত্তম।

আরও পড়ুন: আপনার এলাকায় BSNL-র নেটওয়ার্ক আছে কি না কী ভাবে দেখবেন? সহজ পদ্ধতি জেনে নিন

Leave a Comment