CISF Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) কনস্টেবল পদের জন্য কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। যারা অনেকদিন ধরেই একটি সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force) সংস্থা কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? জানুন লেটেস্ট আপডেট
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মোট ১১৩০ টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৩০.০৯.২০২৪ তারিখের হিসাবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আরও পড়ুন: বিরাট আপডেট কৃষকদের জন্য! শীঘ্রই এই কাজটি করুন, না হলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের CISF-এর অফিসিয়াল ওয়েবসাইট cisf.gov.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।
আবেদন মূল্য (Application Fee)
অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এই পদে আবেদনের জন্য আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা দিতে হবে। তবে, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:
(i) Physical Efficiency Test (PET)
(ii) Physical Standard Test (PST)
(iii) Document Verification (DV)
(iv) Written Examination under OMR/Computer Based Test (CBT) Mode
(v) Medical Examination (DME/RME)
আরও পড়ুন: ‘আমাদের উপায় নেই…’ SSC-এর ২৬,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে যা জানালেন আইনজীবী ফিরদৌস শামিম
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৪।
আরও পড়ুন: ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতনে কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুযোগ! কোন কোন পদে নিয়োগ?
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website/Apply Online | Click Here |
আরও পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই ৩,১১৫ শূন্য পদে পূর্ব রেলে কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন