District Health & Family Welfare Samiti Recruitment 2023: আমাদের দেশের যেসব বেকার চাকরি প্রার্থীরা ভালো একটি চাকরির আশায় বসে রয়েছেন তাদের জন্য একটি দুর্দান্ত খবর নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। অর্থাৎ দারুন একটি চাকরির অফার নিয়ে আপনাদের বেকারত্ব জীবন থেকে যাতে মুক্ত হতে পারেন সেই সুযোগ নিয়ে এসেছি। যারা স্বাস্থ্য দপ্তরে ভালো পদে কাজ করতে চান তারা নিচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
District Health & family welfare samiti Jhargram-এর তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি হয়েছে। যেন স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন জানানোর জন্য বলা হয়েছে। যারা ইচ্ছুক ও যোগ্য প্রার্থী রয়েছেন তারা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারেন। সময় খুব সীমিত সময়ের মধ্যে যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলুন কারণ সময় শেষ হয়ে গেলে আর আবেদন করতে পারবেন না। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
District Health & family welfare samiti Jhargram-এর তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
District Health & family welfare samiti Jhargram-এর তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব পদগুলোতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
- Community Health Assistant (urban)
- Clinical psychologist
- Specialist medical officer (medicine)
- Specialist medical officer (paediatricks)
- Specialist medical officer (G & O)
- Specialist medical officer (opthalmologist)
- NRC Attendant (Child Health- NRC)
- Accountant (AYUSH)
মোট শূন্যপদ (Total Vacancy)
এক্ষেত্রে District Health & family welfare samiti Jhargram-এর তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটি পদে একটি করে মোট ৮টি শুন্যপদ রয়েছে।
বয়সসীমা (Age Limit)
০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সীমা নির্ধারিত হয়েছে নিম্নে কোন পদে আবেদনের জন্য প্রার্থীদের কত বয়স হতে হবে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করা হলো-
ক্রমিক নম্বর | পদের নাম | বয়সসীমা |
1 | Community Health Assistant (urban) | ২১ থেকে ৪০ বছরের মধ্যে |
2 | Clinical psychologist | ৪০ বছরের মধ্যে |
3 | Specialist medical officer (medicine) | ৬২ বছরের মধ্যে |
4 | Specialist medical officer (paediatricks) | ৬২ বছরের মধ্যে |
5 | Specialist medical officer (G & O) | ৬২ বছরের মধ্যে |
6 | Specialist medical officer (opthalmologist) | ৬২ বছরের মধ্যে |
7 | NRC Attendant (Child Health- NRC) | ২০ থেকে ৪০ বছরের মধ্যে |
8 | Accountant (AYUSH) | ৬২ বছরের মধ্যে |
বেতন (Salary)
স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট পদে নিয়োগ কারী প্রার্থীদের মাসিক বেতন কত টাকা প্রদান করা হবে সেই ব্যাপারে বিস্তারিত নিম্নে উল্লেখ করা হলো।
ক্রমিক নম্বর | পদের নাম | বেতন |
1 | Community Health Assistant (urban) | মাসিক ১৩,০০০ টাকা |
2 | Clinical psychologist | মাসিক ৩০,০০০ টাকা |
3 | Specialist medical officer (medicine) | দিনে ৩০০০ টাকা |
4 | Specialist medical officer (paediatricks) | দিনে ৩০০০ টাকা |
5 | Specialist medical officer (G & O) | দিনে ৩০০০ টাকা |
6 | Specialist medical officer (opthalmologist) | দিনে ৩০০০ টাকা |
7 | NRC Attendant (Child Health- NRC) | মাসিক ৫০০০ টাকা |
8 | Accountant (AYUSH) | মাসিক ১২,০০০ টাকা |
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা আবেদনের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের লিংকে ক্লিক করে ফর্ম ডাউনলোড করে সেটি উপযুক্ত তথ্য সহকারে ফিলাপ করে জমা করতে হবে। আপনাদের সুবিধার্থে নিচে আবেদনের লিংক দিয়ে দেওয়া হলো। আবেদনের ব্যাপারে আরো সবিস্তারে জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এক্ষেত্রে দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বিভিন্ন ভিন্ন ভাবে নির্বাচন করা হবে।
- Community Health Assistant (urban) পদে আবেদনকারী প্রার্থীদের ANM এবং GNM-এর পরীক্ষায় যে নম্বর পাবে, সে নম্বরের ভিত্তিতে তাদের নির্বাচন করা হবে।
- Clinical psychologist পদে আবেদনকারী প্রার্থীদের একাডেমিক এক্সপেরিয়েন্স এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
এছাড়া প্রত্যেকটি পদে প্রার্থীদের নিয়োগ করার জন্য নির্বাচন পদ্ধতি বিভিন্নভাবে করা হবে। তাই সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করতে বলা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
সংশ্লিষ্ট পদ আবেদন করতে হলে প্রার্থীদের যেসব যোগ্যতা গুলি থাকতে হবে সে ব্যাপারে আবেদনের নোটিশে বিস্তারিত বর্ণনা করা আছে। পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। নোটিশের বর্ণনা অনুযায়ী সেই তথ্য গুলি নিম্নে তুলে ধরা হলো-
১. Community Health Assistant (urban) আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের যেকোনো নার্সিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ANM ডিগ্রী করে রাখতে হবে।
- অথবা আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের যেকোনো নার্সিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে GNM ডিগ্রী করে রাখতে হবে।
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় দক্ষ এবং ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. Clinical psychologist পদে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- আবেদনকারী প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হবে।
- সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে ভারতের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল ফিজিওলজি বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
- যারা স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছে ফিজিওলজি অথবা ক্লিনিক্যাল ফিজিওলজি বিষয়ে অথবা যারা ফিজিওলজি বিষয়ে আবেদন করেছে স্নাতকোত্তরের জন্য তারা এই পদে আবেদন করার যোগ্য।
- লোকাল ভাষা সম্পর্কে অবশ্যই আবেদনকারী প্রার্থীকে অবগত থাকতে হবে অর্থাৎ লোকাল ভাষা সম্পর্কে যাবতীয় জ্ঞান থাকতে হবে।
- অন্যান্য যোগ্যতা হিসেবে আবেদনকারী প্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. Specialist medical officer (medicine) পদে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি সহ মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি/ডিএনবি ডিগ্রি থাকতে হবে। তবে আবেদন করে যে প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করবে সেটি অবশ্যই wbmc এর অধীনে নিবন্ধিত হতে হবে।
- আবেদনকারী প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে এবং এখানকার স্থানীয় ভাষা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে।
৪. Specialist medical officer (paediatricks) পদে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি সহ paediatricks-এ স্নাতকোত্তর ডিগ্রি/ডিএনবি ডিগ্রি থাকতে হবে। তবে আবেদন করে যে প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করবে সেটি অবশ্যই wbmc এর অধীনে নিবন্ধিত হতে হবে।
- আবেদনকারী প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে এবং এখানকার স্থানীয় ভাষা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে।
৫. Specialist medical officer (G & O) পদে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি সহ Gynaecology এবং Obstetrics-এ স্নাতকোত্তর ডিগ্রি/ডিএনবি ডিগ্রি থাকতে হবে। তবে আবেদন করে যে প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করবে সেটি অবশ্যই wbmc এর অধীনে নিবন্ধিত হতে হবে।
- আবেদনকারী প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে এবং এখানকার স্থানীয় ভাষা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে।
৬. Specialist medical officer (opthalmologist) পদে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি সহ paediatricks-এ স্নাতকোত্তর ডিগ্রি/ডিএনবি ডিগ্রি থাকতে হবে। তবে আবেদন করে যে প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করবে সেটি অবশ্যই wbmc এর অধীনে নিবন্ধিত হতে হবে।
- আবেদনকারী প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে এবং এখানকার স্থানীয় ভাষা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে।
৭. NRC Attendant (Child Health- NRC) পদে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- এই পদটিতে শুধুমাত্র মেয়ে প্রার্থীরা আবেদন করতে পারবে।
- আবেদনকারী প্রার্থী অবশ্যই ঝাড়গ্রামের একজন স্থায়ী বাসিন্দা হবে এবং এখানকার স্থানীয় ভাষা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারী প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
- এর সঙ্গে সঙ্গে আবেদনকারী প্রার্থীর বাড়ি থেকে চাকরিতে নিয়োগের স্থান ৫ কিলোমিটারের মধ্যে হতে হবে।
৮. Accountant (AYUSH) পদে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
- ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারী প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে এবং এখানকার স্থানীয় ভাষা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে।
- সঙ্গে সঙ্গে একজন কারীর প্রার্থীর কম্পিউটার বিষয় সম্পর্কে যাবতীয় জ্ঞান থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
আবেদনপত্র শুরুর তারিখ | ১৮ নভেম্বর ২০২৩, ১১:০০ AM পর্যন্ত |
রেজিস্ট্রেশন এবং পেমেন্টের শেষ তারিখ | ২ ডিসেম্বর ২০২৩, মধ্যরাত্রি পর্যন্ত |
আবেদনপত্র জমা করার শেষ তারিখ | ৩ ডিসেম্বর ২০২৩ মধ্যরাত্রি পর্যন্ত |
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥WhatApp গ্রুপে যুক্ত হন👉 | জয়েন করুন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
আবেদন করুন 👉 | এখানে দেখুন |
FAQ
Q. District Health & family welfare samiti Jhargram-এর তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের মোট কতগুলি ভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে?
Ans: ৮ টি ভিন্ন ভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে।
Q. District Health & family welfare samiti Jhargram-এর তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের মোট কতগুলি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে?
Ans: মোট ৮ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে।
Q. District Health & family welfare samiti Jhargram-এর তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কত?
Ans: সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ হল ৩ ডিসেম্বর ২০২৩ মধ্যরাত্রি পর্যন্ত