Education Loan e-Voucher Scheme: অনেকসময় দেখা যায় পড়াশোনার করার পথে বাধা হয়ে দাড়ায় টাকা। বিপুল পরিমাণ খরচের কথা ভেবে পিছিয়ে আসেন অনেকেই। বর্তমান দিনে বেসরকারি সংস্থায় কোনো পেশাদার কোর্সের খরচ প্রচুর। এসব কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাজেট 2024 (Budget 2024)-এ পড়ুয়াদের জন্য নতুন স্কিম আনা হয়েছে। এই নতুন স্কিমের মাধ্যমে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোন পেতে পারবে। তবে এক্ষেত্রে আগে কোনো এমন সরকারি পড়াশোনা সংক্রান্ত সুবিধা পাননি, এমন পড়ুয়ারাই কেবল এই স্কিমের সুবিধা পাবেন। মনে করা হচ্ছে, এর ফলে উপকৃত হবেন প্রায় ১ লক্ষ পড়ুয়া। চলতি আর্থিক বছরে এই স্কিমের মাধ্যমে প্রায় ২৫,০০০ পড়ুয়া উপকৃত হতে পারে বলে আশা করা যাচ্ছে।
ই-ভাউচার স্কিম সংক্রান্ত বিভিন্ন তথ্য (FAQ)
নয়া স্কিমে ঋণ নিলে সুদের হার কত থাকবে?
পড়ুয়াদের জন্য আনা এই নতুন স্কিমে সুদের হার বছরে ৩%। যা বর্তমান বাজার সাপেক্ষে অনেকটাই কম।
নতুন স্কিমের মাধ্যমে কারা ঋণ নেওয়ার যোগ্য?
১. এই স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
আরও পড়ুন: ATM কার্ড না থাকলেও টাকা তোলা যাবে! রইলো টাকা তোলার পদ্ধতি
২. এই স্কিমে আবেদন করতে হলে আবেদনকারীকে নূন্যতম দশম বা দ্বাদশ শ্রেণীর পাঠরত ছাত্র বা উত্তীর্ন হতে হবে।
৩. কেবলমাত্র আর্থিকভাবে পিছিয়া পড়া পড়ুয়ারাদেরকেই এই ঋণ প্রদান করা হবে।
এই নতুন স্কিমে আবেদন করতে হলে কী করতে হবে?
১. এই স্কিমে আবেদন করতে হলে প্রথমে এই স্কিম সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটিতে যেতে হবে।
২. এরপর ওয়েবসাইটির হোমপেজ খুলে যাবে।
৩. এরপর আপনাকে ‘Apply’ অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর স্কিমের আবেদনপত্রটি আপনার সামনে আসবে।
৫. আবেদনপত্রটি প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে।
৬. সব দরকারি নথিপত্র আপলোড করতে হবে।
আরও পড়ুন: BECIL Recruitment 2024: ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত বেতনে BECIL-এ নিয়োগ চলছে, রইলো বিস্তারিত
৭. এবার সবশেষে সাবমিট বাটনটিতে ক্লিক করলেই ফর্মটি সাবমিট হয়ে যাবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Minister of Finance) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানিয়েছেন, শিক্ষাকে সকলের নাগালের মধ্যে আনা এবং সকলকে সহজে শিক্ষিত ও দক্ষ করে তোলার লক্ষ্যেই এই নতুন স্কিমটি আনা হয়েছে।
আরও পড়ুন: ১২,০০০ টাকার স্কলারশিপ পাবেন মাধ্যমিক পাশ হলেই! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত