EESL Recruitment 2024: Energy Efficiency Services Limited (EESL)-এর তরফ থেকে Technical Expert পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক ৫০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Energy Efficiency Services Limited (EESL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
১) Sr. Technical Expert – Industrial Energy Efficiency
২) Technical Expert – Industrial Energy Efficiency
মোট শূন্যপদ (Total Vacancy)
প্রত্যেকটি পদে একটি করে মোট দুটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit)
Sr. Technical Expert– IndustrialEnergyEfficiency পদের জন্য যারা আবেদন করবে তাদের বয়স ৪৭ বছরের মধ্যে হতে হবে। আর যারা Technical Expert– IndustrialEnergyEfficiency পদের জন্য আবেদন করবে তাদের বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
ক্রমিক নম্বর | পদের নাম | মাসিক বেতন |
১ | Sr. Technical Expert – Industrial Energy Efficiency | ১,২০,০০০ টাকা |
২ | Technical Expert – Industrial Energy Efficiency | ৫০,০০০ টাকা |
নিয়োগের স্থান (Place of Employment)
যারা Sr. Technical Expert পদের জন্য নির্বাচিত হবে তাদের EESL Corporate Office, New Delhi-তে নিয়োগ করা হবে। আর যারা Technical Expert পদের জন্য নির্বাচিত হবে তাদের EESL Corporate Office, New Delhi-তে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট https://eeslindia.org/hi/-এ।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
যারা এই পদে চাকরির জন্য আবেদন করবে তাদের স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে Electrical/mechanic/Chemical engineering এ B.E/ B.Tech ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি Sr. Technical Expert পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ব্যাপারে সংশ্লিষ্ট পদে কাজের ব্যাপারে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর Technical Expert পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
সংশ্লিষ্ট পদে আবেদনের কাজ শুরু হয়েছে গত ২২ মে তারিখ থেকে। এই আবেদনের কাজ চলবে আগামী ১১ জুন ২০২৪ তারিখ মধ্যরাত্রি পর্যন্ত।