বেকারত্ব সমস্যা সমাদানের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন NDA সরকার। পরবর্তীকালে কেন্দ্র সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় যথেষ্ঠ কম। তাই বেকার যুবকদের আত্মনির্ভর করার জন্য বেশ কিছু প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার (Government of India)। এর মধ্যে তিনটি প্রকল্প বেশ আকর্ষনীয়। এই প্রকল্পগুলি হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। এই তিনটি প্রকল্পের বিস্তারিত বিবরণ রইল আজকের প্রতিবেদনে।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (Pradhan Mantri Kaushal Vikas Yojana-PMKVY)
এই প্রকল্পটি চালু হয়েছিল ২০১৫ সালে। প্রথমবার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল দেশের যুবক যুবতীদের আর্থিক ভাবে সাবলম্বী করে গড়ে তোলা। এই প্রকল্পের সুবিধাগুলি হল এর মাধ্যমে দেশের চাকরি প্রার্থীদের বিনামূল্যে চাকরীর উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এই প্রশিক্ষণ শেষে প্রাপ্ত সার্টিফিকেট বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে মান্যতা পেয়েছে। এছাড়াও কেউ যদি ব্যবসা করতে ইচ্ছুক হয় তবে সেক্ষেত্রেও প্রশিক্ষণের ব্যবস্থা আছে।
আরও পড়ুন: রিচার্জ-এর দাম বাড়লেও ২৮ দিনের সেরা প্ল্যান কারা দিচ্ছে? দেখে নিন
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana-PMMY)
এই প্রকল্পটি চালু হয়েছিল ২০১৫ সালে। এটিও প্রথমবার ক্ষমতায় এসে চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল দেশের আর্থিক ভাবে দুর্বল যুবক যুবতীদের ব্যবসার জন্য ঋণ দিয়ে তাদের আর্থিক ভাবে স্বনির্ভর করা। এই প্রকল্পের মাধ্যমে তিন ধরনের ঋণ দেওয়া হয়। সেগুলো হল শিশু ঋণ, কিশোর ঋণ এবং তরুণ ঋণ।
আরও পড়ুন: শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেবে কেন্দ্র সরকার! কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত
শিশু ঋণের মাধ্যমে সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাওয়া যায়। কিশোর ঋণের মাধ্যমে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাওয়া যায়। তরুণ ঋণের মাধ্যমে মাধ্যমে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাওয়া যায়। কেন্দ্রীয় সরকার পরিচালিত এই ঋণ মূলত অ-কৃষি ও অ-কর্পোরেট ক্ষেত্রের জন্য দেওয়া হয়।
আরও পড়ুন: ATM কার্ড না থাকলেও টাকা তোলা যাবে! রইলো টাকা তোলার পদ্ধতি
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM SVANidhi)
এই প্রকল্পটি চালু হয় ২০২০ সালে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল দেশের ছোট ব্যবসায়ীদের তাঁদের ব্যবসার উন্নতির জন্য ঋণ দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে ঋণ নিলে সেটি মোট ৩টি কিস্তিতে পাওয়া যাবে। ঋণ পরিশোধের সময়কাল ১ বছর। শর্ত অনুযায়ী প্রথম কিস্তির টাকা পরিশোধ করলে তবে পাওয়া যাবে দ্বিতীয় কিস্তির টাকা। এরপর দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করলে তবে পাওয়া যাবে তৃতীয় কিস্তির টাকা। প্রথম কিস্তির মাধ্যমে পাওয়া যাবে সর্বোচ্চ ১০,০০০ টাকা। দ্বিতীয় কিস্তির মাধ্যমে পাওয়া যাবে সর্বোচ্চ ২০,০০০ টাকা। তৃতীয় কিস্তির মাধ্যমে পাওয়া যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা।