Ration Card: রাজ্যের বিরাট সিদ্ধান্ত রেশন কার্ড নিয়ে! বদলে গেল পুরো নিয়ম! উপকৃত হবেন সাধারণ মানুষ

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

রেশন কার্ড (Ration Card) সংক্রান্ত সমস্যার এবার বাড়িতে বসেই হবে সমাধান। এবার রেশন কার্ড গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার থেকে রেশন কার্ড (Ration Card) সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা যাবে অনলাইনেই। এই সংক্রান্ত ডিজিটাল ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে চালু করা হল।

রেশন কার্ড সম্পর্কিত সমস্ত কাজ এবার বাড়ি থেকেই করা যাবে। খাদ্য দফতরের পোর্টালে গিয়ে এই সমস্ত কাজ করা যাবে। নতুন রেশন কার্ড বানানো, রেশন কার্ডে ত্রুটি দূর করা, কার্ড বন্ধ করা সবই করা যাবে গ্রাহকের স্মার্ট ফোন কিংবা ডেস্কটপ থেকে। দেশের মধ্যে এই প্রথম আমাদের রাজ্যেই চালু হল এমন ব্যবস্থা।

খাদ্য দফতর মারফত জানা গিয়েছে এই নতুন ব্যবস্থায় নিজের পরিবারের রেশন কার্ডের (Ration Card) যেকোনো ভুল বাড়িতে বসেই সংশোধন করা যাবে। এক্ষেত্রে রেশন কার্ডে থাকা নাম, বয়স কিংবা ঠিকানা ভুল থাকলে সেটি বাড়ি থেকেই ঠিক করা যাবে।

আরও পড়ুন: LPG Price: আনন্দে আত্মহারা মানুষ! গ্রাহকদের জন্য মাত্র ৪৫০ টাকায় LPG সিলিন্ডার

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

রেশন কার্ড (Ration Card) সংক্রান্ত এই সমস্ত ত্রুটি দূরীকরনের জন্য গ্রাহকের অযথা হয়রানি এড়াতে ও গ্রাহকের সময় বাঁচাতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। এরপর থেকে এই সমস্ত সমস্যা সমাধানে গ্রাহকের আর খাদ্য দফতরের অফিসে যেতে হবেনা।

অপরদিকে, গনবণ্টন ব্যবস্থায় ওজনের কারচুপি রুখতে রাজ্যে খাদ্য দফতর বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার শুরু করেছে। যদিও এটি পাইলট প্রকল্প হিসাবে শুরু করা হয়েছে কয়েকটি জায়গায়। ভবিষ্যতে এটিকে সারা রাজ্যে চালু করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি আরও জানিয়েছেন, পরবর্তীকালে রাজ্যের রেশন দোকানগুলিতে এই বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহারকে বাধ্যতামূলক করা হবে।

আরও পড়ুন: দেশে এখন কতজন বেকার রয়েছে? সংসদে জানাল কেন্দ্র, কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ?

প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য ও রাজনীতি। গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তি। এই সংক্রান্ত তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এরই মধ্যে গনবণ্টন ব্যবস্থায় দুর্নীতি রুখতে রাজ্য সরকারের (Government Of West Bengal) একটি বড়ো পদক্ষেপ হল এটি।

আরও পড়ুন: ১ লক্ষ টাকারও বেশি বেতনে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে চাকরির সুযোগ! কারা কীভাবে আবেদন করবেন?