পড়ুয়াদের উচ্চ শিক্ষায় আর্থিক সাহায্য করার জন্য একাধিক স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকার (Government of India) হোক বা রাজ্য সরকার (Government of West Bengal) উভয় সরকারের তরফ থেকে একাধিক স্কলারশিপ পড়ুয়াদের জন্য চালু করা হয়েছে। এই স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম হলো জি পি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship)। এখনো পর্যন্ত সবাই এই স্কলারশিপের ব্যাপারে জানে না, আজকে আমরা এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন (G.P Birla Education Foundation)-এর তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে।
কারা এই স্কলারশিপ পাবে?
১)শুধুমাত্র পশ্চিমবঙ্গের পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
আরও পড়ুন: SSC: ২৬,০০০ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে কী শুনানি হলো?
২) দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা যারা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি হতে চলেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
৩)WBCHSE থেকে যারা ২০২৪ সালে দ্বাদশ শ্রেণীতে ৮৫% নম্বর অথবা ISC/CBSE বোর্ড থেকে ৯০% নম্বর পেয়ে পাস করেছে তারা স্কলারশিপে আবেদন করতে পারবে।
আরও পড়ুন: UCO Bank Recruitment 2024: ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ চলছে, সময় কম, শীঘ্রই আবেদন করতে পারেন
৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হবে। তবে যারা অতিরিক্ত মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদের আয়ের সীমা বিবেচনার ভিত্তিতে পরবর্তীতে হতে পারে।
অনুদানের পরিমাণ
যারা এই স্কলারশিপের জন্য যোগ্য নির্বাচিত হবে সেসব প্রার্থীদের প্রতিবছর ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এই টাকা তাদের প্রতিষ্ঠানের ফি, পরীক্ষার ফি, ও যাবতীয় খরচের জন্য দেওয়া হবে। পড়ুয়াদের বই কেনার জন্য এককালীন তাদের ৭০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন: সরাসরি শান্তিনিকেতনের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ রইলো বিস্তারিত
আবেদন প্রক্রিয়া
এই স্কলারশিপে আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ হল আগামী ১৫ই আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। স্কলারশিপে আবেদন করা যাবে অনলাইন অফলাইন দুই মাধ্যমে অনলাইনে আবেদনের পদ্ধতি উল্লেখ করা হলো-
১) যারা অনলাইন মাধ্যমে আবেদন করতে চান তাদের সর্বপ্রথম জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে।
২) সেখানে অ্যাপ্লিকেশন’ ট্যাবে ক্লিক করার পর ‘আবেদন করতে এখানে ক্লিক করুন’ এ ক্লিক করতে হবে।
৩) এরপর নির্দেশ অনুযায়ী নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
৪) পূরণ করা হয়ে গেলে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) সবশেষে ‘জমা’ বোতামে ক্লিক করে আবেদনের কাজ শেষ করতে হবে।
নিম্নে অফলাইনে আবেদনের পদ্ধতি বলে দেওয়া হলো-
১) অফলাইনে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
২) এরপর নিজের উপযুক্ত তথ্য দ্বারা সেটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৩) আবেদন পত্র সঠিকভাবে পূরণ হয়ে গেলে সেটি উপযুক্ত নথি সহ নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে জমা করে আসতে হবে।
অফলাইনে আবেদন জমা করার ঠিকানা-
জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন,
78, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ,
কলকাতা – 700019
আরও পড়ুন: ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর পদে নিয়োগ চলছে, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন
এই স্কলারশিপে আবেদন করতে কি কি নথি লাগবে?
জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন (G.P Birla Education Foundation) স্কলারশিপে আবেদন করতে হলে পড়ুয়াদের যে স্বপ্নটি লাগবে সেগুলি হল নিম্নরূপ-
১) আবেদনকারীর রঙিন পাসপোর্ট ছবি
২) পরিবারের আয়ের শংসাপত্র
৩) দ্বাদশ শ্রেণীর মার্কশীট ও সার্টিফিকেট
৪) নতুন ক্লাসে ভর্তির রশিদ
৫) একটি বৈধ মোবাইল নম্বর
৬) অন্যান্য নথিপত্র
আরও পড়ুন: Breaking News: ফের ৯৪ জন চাকরিহারাকে শিক্ষকপদে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!