অষ্টম পাশেই ১০ হাজার শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিল্লির স্থানীয় বাসিন্দারা এই পদে আবেদন করতে পারেন। নূন্যতম কম শিক্ষাগত যোগ্যতায় আবেদন চলছে। মোট ১০,২৮৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদের ব্যাপারে বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো-

পদের নাম (Name of the Post)

হোম গার্ড সহ গ্রুপ ডি-এর একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে মোট ১০,২৮৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

এই নির্দিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়সসীমা ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। Ex-Servicemen/Ex-CAPF-এর ক্ষেত্রে বয়স ৫৪ পর্যন্ত আবেদন করা যাবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বেতন (Salary)

প্রার্থীদের প্রতি মাসে বেতন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে, তবে পদের ভিন্নতা অনুযায়ী বেতনও ভিন্ন প্রকার রয়েছে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন (Online) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য এর পোর্টাল বা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে dghgenrollment.in যেতে হবে। সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগইন করতে হবে। এরপর আবেদন পত্রের লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিজের উপযুক্ত তথ্য দ্বারা সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। ফাইনাল সাবমিট করার আগে আবেদন ফি প্রদান করে সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ নথি (Important documents)

এই পথ আবেদন করতে হলে যেসব নথি পত্রগুলি লাগবে সেগুলো হলো নিম্নরূপ-

১) দিল্লির বাসিন্দার প্রমাণপত্র

২) নির্বাচন কমিশনের ফটো আইডি কার্ড

৩) বৈধ রেশন কার্ড

৪) বৈধ ড্রাইভিং লাইসেন্স

৫) ব্যাংকের পাসবই

৬) রাজস্ব বিভাগ দ্বারা জারি করা শংসাপত্র

আবেদন ফি (Application Fee)

আবেদন ফি হিসেবে প্রার্থীদের ১০০ টাকা প্রদান করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই নির্দিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। তবে Ex-Servicemen/Ex-CAPF-এর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে তারা শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

অনলাইনে আবেদনের কাজ শুরু হয়েছে ২৪.০১.২০২৪ তারিখ থেকে। আবেদনের কাজ চলবে ১৩.০২.২০২৪ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

এছাড়াও আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে এর অফিশিয়াল বিজ্ঞপ্তি ও অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment