বর্তমানে যেভাবে মুদ্রাস্ফীতি ঘটছে তাতে ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বিনিয়োগ ছাড়া অন্য কোন উপায় নেই। আর এখন থেকে যদি বিনিয়োগ শুরু করা যায় তাহলে ভবিষ্যত তো সুরক্ষিত হবে তার সঙ্গে সঙ্গে বর্তমানে একাধিক সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।
অনেকেই আছেন যারা বিনিয়োগের জন্য ভালো কোন স্কিম খুঁজে পান না। তাদের উদ্দেশ্যে বলে রাখি ব্যাংকে এমন একাধিক স্কিম রয়েছে যেখানে সুরক্ষার সঙ্গে বিনিয়োগের অর্থ ফেরত দেওয়া হয়। এমনই একটি স্কিম হল রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit Scheme)। এই স্কিমের সবচেয়ে ভালো সুবিধাটি হলো এখানে বিনিয়োগ করলে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) মতোই সুদ পাওয়া যায়।
ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হলো এমন একটি টিম যেখানে একবার মাত্র টাকা বিনিয়োগ করার পর সবশেষে সুদ পাওয়া যায়। কিন্তু রেকারিং ডিপজিটে প্রতি মাসে সুদ বৃদ্ধি পায়। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে যে কোন ব্যাংকে গিয়ে বিনিয়োগ করতে পারেন ব্যাংক বিশেষে এর সুদের হার আলাদা আলাদা হয়ে থাকে।
বর্তমানে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) এই স্কিমের উপর সবচেয়ে বেশি হারে সুদ দিচ্ছে। সেই হিসেবে আপনি যদি এই ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন তাতে লাভবান হবেন।
যদি কেউ ছয় মাসের হিসেবে এই ক্রিমে অর্থ বিনিয়োগ করে তাহলে তার জন্য ৪.৫০ শতাংশ হারে সুদ পাবে। আর যারা ৯ মাসের জন্য এই স্কিমে বিনিয়োগ করবে তারা ৫.৭৫ শতাংশ হারে সুদ পাবে। একইভাবে ১২ মাসের হিসেবে বিনিয়োগ করলে ৬.৭ শতাংশ হারে সুদ পাবে, ১৫ মাসের হিসেবে ৭.১০ শতাংশ হারে সুদ পাবে। বিশেষ উল্লেখ্য সুদের এই অংকটি শুধুমাত্র এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের জন্য।
আর এর থেকেও বেশি সময়ের জন্য যদি কেউ বিনিয়োগ করে তাহলে সুদের হার আরও বেশি পাবে যেমন কেও যদি এক বছর থেকে দুই বছরের মেয়াদে এই স্কিমে বিনিয়োগ করে তাহলে ব্যাংক কর্তৃক ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে। তবে কেউ যদি পাঁচ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করে তাহলে তাকে একই হিসেবে ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
এই বার বিনিয়োগের হিসেবে আসা যাক। কেউ যদি পাঁচ বছরের হিসেবে পোস্ট অফিস রেকর্ডিং ডিপোজিট কিনে বিনিয়োগ করে তাহলে বিনিয়োগ শেষে তার মোট সঞ্চিত অর্থের পরিমাণ হবে ৬০ হাজার টাকা। ৭ শতাংশ সুদের হারে হিসেব করলে ৫ বছর পরে ওই বিনিয়োগকারী শুধুমাত্র সুদ হিসেবে পাবে ১১,৯১৮ টাকা টাকা।
কেউ যদি প্রতি মাসে এক হাজার টাকা করে ৫ বছর পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করে তাহলে সুদ ও আসল মিলিয়ে সে ৭১ হাজার ৯১৮ টাকা পাবে। তবে সবার ক্ষেত্রে সুদের হার সমান নয়। এই স্কিমে যদি কোন প্রবীণ নাগরিক বিনিয়োগ করেন তাহলে ওই প্রবীণ ব্যক্তি ব্যাঙ্কস কর্তৃক ৭.৫০ শতাংশ হারে সুদ পাবে।