এই প্রকল্পে যুবকরা পাবেন ১৫০০ টাকা করে ! কারা কী ভাবে আবেদন করবে? জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে ইতিমধ্যেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের পড়ুয়া থেকে শুরু করে মহিলা ও বৃদ্ধ সকলেই উপকৃত হচ্ছে। বিশেষ করে মহিলাদের জন্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে। তবে আজকে আমরা যে প্রকল্পের ব্যাপারে আলোচনা করব সেটি হল পড়ুয়াদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি যুবককে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। নিম্নে এই প্রকল্পের ব্যাপার বিস্তারিত আলোচনা করা হলো-

প্রকল্পের নাম ও বিবরণ

রাজ্য সরকার (State Govt.) প্রচলিত এই প্রকল্পের নাম হল যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa)। এই প্রকল্পের মাধ্যমে ১৮ বছর হলে রাজ্যের প্রতিটি যুবক প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবে। প্রতিটি যুবক যাতে আর্থিক সংস্থানের মাধ্যমে তারা স্বাবলম্বীর দিকে এগোতে পারে তার জন্য সরকার এই প্রকল্প চালু করেছে।

আবেদনের শর্ত

এই প্রকল্পে আবেদনের কিছু শর্ত রয়েছে সেগুলি হল নিম্নরূপ-

১) শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের যুবকরা এই প্রকল্পে আবেদন করতে পারবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২) এই প্রকল্প আবেদন করতে হলে বয়স ১৮ বছরের বেশি হাওয়া বাঞ্ছনীয়।

৩) আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে।

৪) যারা সরকারি চাকরি করে বা কোনো রকম সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না।

প্রকল্পের উদ্দেশ্য

এই প্রকল্প চালু করার প্রধান উদ্দেশ্য হল রাজ্যের যুবকদের অর্থ সাহায্য করা। যতদিন না তারা স্বাবলম্বী হচ্ছে ততদিন সরকারের পক্ষ থেকে তাদের প্রতি মাসে অর্থ সাহায্য করা হবে।

কত টাকা করে অনুদান দেওয়া হবে?

যারা এই প্রকল্পে আবেদন করবে তাদের একাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

যারা এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারে। আবেদনের জন্য Employment Bank অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে সরাসরি আবেদন করা যাবে।

প্রয়োজনীয় নথি

এই প্রকল্পে আবেদন করতে হলে পড়ুয়াদের কিছু নথি লাগবে সেগুলো হলো নিম্নরূপ-

১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট

২) মাধ্যমিক পাস হলে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট সঙ্গে এডমিট কার্ড

৩) উচ্চ মাধ্যমিক পাশ হলে উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড, মার্কশীট ও সার্টিফিকেট

৪) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো

৫) অন্যান্য নথি

আবেদন জানানোর আগে অবশ্যই Employment Bank-এর অফিসিয়াল ওয়েবসাই https://employmentbankwb.gov.in/index.php-তে গিয়ে এই প্রকল্পের ব্যাপারে সমস্ত নির্দেশিকা পড়ে নিতে হবে। তারপরে সেই অনুযায়ী আবেদন করার পর আবেদন পত্রটি সাবমিট করতে হবে। আপনার আবেদনপত্র যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সরকারের তরফ থেকে লিস্টে আপনার নাম প্রকাশ করা হবে এবং তারপরে আপনি ব্যাংক একাউন্টে টাকা পেতে শুরু করবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment