PM Awas Yojana: প্রকাশিত হয়েছে পিএম আবাস যোজনার নতুন লিস্ট, তালিকায় আপনার নাম আছে কিনা দেখে নিন, রইল পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

PM Awas Yojana List 2024: কেন্দ্রীয় সরকার (Government of India) সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে প্রায়শই নতুন কোনো প্রকল্প চালু করে থাকেন। সাধারণ মানুষের বাসস্থানের সুবিধার কথা ভেবে কেন্দ্রীয় সরকার (Government of India) একটি প্রকল্প চালু করে রেখেছে। সেই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যাদের ভালো বাড়ি নেই কাঁচা বাড়ি বানিয়ে সেখানে অবস্থান করে, তাদের বাড়ি করার টাকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পটি অনেক আগেই তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হয়েছেন। সম্প্রতি ২০২৪ সালের আবেদনের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই সদ্য প্রকাশিত তালিকাটি দেখে নেবেন।

কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য?

আমাদের দেশে এখনো অনেক মানুষ রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করা সত্ত্বেও এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাননি। তাই প্রথমে জেনে নেওয়া দরকার যে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে। নিম্নে এই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-

আরও পড়ুন: সরাসরি মালদা মেডিক্যাল কলেজে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

১) যারা দারিদ্রতার সীমার নিচে বসবাস করে অর্থাৎ যাদের পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ৯০ হাজার টাকার মধ্যে রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে।  বেশি হওয়া যাবে না।

২) এই প্রকল্পে আবেদনকারীর বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে।

৩)  আবেদনকারীকে পরিবারের প্রধান হতে হবে এবং একটি পরিবার থেকে শুধুমাত্র একজন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

৪) আবেদনকারীর পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সেই পরিবারের কেউ এই প্রকল্পে আবেদনের যোগ্য হবে না।

আরও পড়ুন: ১,০৪০ শূন্যপদে সরাসরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ চলছে, জানুন বিস্তারিত

প্রকল্পের অনুদান

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) যারা আবেদন করবে তাদের প্রকল্পের টাকা একবারে দেওয়া হয় না। কয়েকটি কিস্তির মাধ্যমে এই টাকা তাদের একাউন্টে দিয়ে দেওয়া হয়। স্থান ভেদে এই প্রকল্পের অনুদানের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ উদাহরণস্বরূপ যাদের বাড়ি সমতল এলাকায় তারা এই প্রকল্পে আবেদন করলে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে এবং যাদের বাড়ি পাহাড়ি ও দুর্গম এলাকায় তারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে পাবে এক লক্ষ ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: RBI Recruitment 2024: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে চাকরির সুযোগ, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

প্রয়োজনীয় নথিপত্র

এই প্রকল্প আবেদন করতে হলে যেসব নথিপত্র লাগবে সেগুলি হল নিম্নরূপ-

১) আধার কার্ড

২) আয়ের শংসাপত্র

৩) আবেদনকারীর প্যান কার্ড

৪) বাসস্থানের প্রমাণ পত্র

৫) বিপিএল তালিকার জেরক্স কপি

৬) আবেদনকারীর ব্যাংকের পাস বই

৭) আবেদনকারীর ভোটার কার্ড

 ৮) পাসপোর্ট সাইজ ছবি

আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে ওয়েবেল টেকনোলজি লিমিটেডে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

আবেদন প্রক্রিয়া

এই প্রকল্পের আবেদন করতে হবে নিম্নলিখিত প্রক্রিয়ায়-

১) প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পে আবেদন করার জন্য প্রথম প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখানে হোম পেজে গিয়ে ‘বেনিফিশিয়ারি অ্যাসেসমেন্ট’ বিকল্পটি নির্বাচন করতে হবে।

৩)  এরপর রেজিস্টার বিকল্পে ক্লিক করলে স্ক্রীনে একটি আবেদন পত্র প্রদর্শিত হবে সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে।

৪)  এরপর প্রয়োজনীয় নীতিগুলি নির্দেশ মতো জ্ঞান করে আপলোড করতে হবে।

৫)  আবেদনের কাজ সঠিকভাবে হয়ে গেলে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ শেষ করতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পে আবেদনের কাজ এখনো চলছে। যারা আবেদন করতে চাইছেন তারা দ্রুত আবেদন করে ফেলতে পারেন। এই প্রকল্পের আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। বর্তমানে সাধারণ মানুষদের পাকা বাড়ি প্রদানের লক্ষ্য মাত্রা ২৯৫ কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নিন। এইবার সকলের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন তাদের আবেদনের প্রেক্ষিতে একটি তালিকা প্রকাশ হয়েছে। তারা নিম্নলিখিত উপায়ে সেই তালিকায় নিজেদের নাম এসেছে কিনা তা দেখে নিতে পারবেন।

আরও পড়ুন: দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চছে, বিস্তারিত জেনে নিন

তালিকার নাম এসেছে কিনা দেখবেন কীভাবে?

১) তালিকায় নাম দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে https://pmayg.nic.in/  লিখে সার্চ করতে হবে।

২) সেখান থেকে সংস্থার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

৩) এরপর প্রথমে স্টেকহোল্ডার অপশন সিলেক্ট করে IAY/PMAYG সুবিধাভোগীর বিকল্পে ক্লিক করতে হবে।

৪) এরপর রেজিস্ট্রেশন নম্বর লিখে সেখানে ক্লিক করতে হবে। এতে একটি তালিকা দেখা যাবে, সেখানে আপনি আপনার নাম সার্চ করে দেখতে পারেন।

৫) অ্যাডভান্সড সার্চ অপশনে ক্লিক করলে আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, পঞ্চায়েত, ব্লক, জেলা, রাজ্য, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি দেখতে পাবেন সেখান থেকে সার্চ বারে গিয়ে আপনার তথ্য দিয়ে সার্চ করলে যদি তালিকায় নাম থাকে তাহলে স্ক্রীনে আপনার নাম দেখতে পাবেন।

আরও পড়ুন: TCS Job: ৪০,০০০ জনকে চাকরি দিচ্ছে TCS, বিরাট উদ্যোগ রতন টাটার সংস্থার