Google Pay: ১৫,০০০ টাকা পাবেন গুগল পে-র মাধ্যমে, রইলো পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Google Pay Loan: বর্তমান যুগে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ফোন পে (PhonePe), গুগল পে (Google Pay), পেটিএম (Paytm) ইত্যাদি ইউপিআই অ্যাপ (UPI App) গুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অধিকাংশ মানুষ অনলাইন লেনদেন করার জন্য এই অ্যাপগুলিরই বেশি  ব্যবহার করে থাকেন।

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে উল্লেখযোগ্য জনপ্রিয় প্ল্যাটফর্ম হল গুগল পে (Google Pay) বা GPay। এই GPay-এর মাধ্যমে এবার নেওয়া যাবে ঋণ (Loan)।

ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যেই গুগল পে অ্যাপ এই পদক্ষেপ করেছে। এই গুগল পে-র মাধ্যমে আপনি সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। মাসিক মাত্র ১১১ টাকার সহজ কিস্তিতে এই ঋণ পরিশোধ করা যাবে।

আরও পড়ুন: Free Free Free! প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ‘ফ্রি’!  আপনি কী ভাবে পাবেন? রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এই গুগল পে-র মাধ্যমে লোন নেওয়ার যে পদ্ধতি তা অনেকটাই সহজবোধ্য ও সময় সাশ্রয়ী। এই লোন নেওয়ার জন্য আপনাকে কোনো অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি অনলাইনে ফর্ম পূরণ করে ও প্রয়োজনীয় নথি জমা দিলেই লোন পেয়ে যাবেন। গুগল পে যারা ব্যবহার করেন তারা সহজেই এই অ্যাপের মাধ্যমে লোনের টাকা পেতে পারেন।

স্বল্প সময়ের মেয়াদে অনুমোদিত ক্ষেত্র থেকে নেওয়া লোনই হল স্যাশে লোন (Sachet Loan)। সাধারণত এই লোনের মেয়াদ হয় ৭ দিন থেকে ১২ মাস পর্যন্ত।

আরও পড়ুন: UPI Transaction: UPI পেমেন্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-এর! আর পারবেন না যতখুশি লেনদেন করতে

ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করার জন্য লোন দেওয়ার লক্ষ্যে ডিএমআই ফাইন্যান্সের সঙ্গে পার্টনারশিপ করেছে গুগল পে (Google Pay)। ePayLater-এর মতো একটি ক্রেডিট লাইনও চালু করছে তারা, যাতে টাকাপয়সা জনিত কোনো সমস্যা ব্যবসায়ীদের না হয়।

ICICI, Federal ব্যাঙ্ক, HDFC, Kotak Mahindra ব্যাঙ্ক মারফত আপনি এই লোনের অর্থ পেয়ে যাবেন।

আরও পড়ুন: একদম ফ্রি! ১৫ আগস্ট উপলক্ষে পাবেন কেন্দ্রের সার্টিফিকেট! না নিলে পস্তাবেন!কিভাবে পাবেন? রইলো পদ্ধতি

আবেদন করতে হলে কি করে করবেন?

১) প্রথমে আপনাকে গুগল পে অ্যাপে গিয়ে মানি লেখা ট্যাবে ক্লিক করতে হবে।

২) এরপর লোন অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে আপনি অ্যাপের এই লোন অফারটিকে দেখতে পাবেন।

৩) লোন অফার-এর মধ্যে আপনি প্রি অ্যাপ্রুভাল লোন অপশনটি পাবেন। সেখানে লোন সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন।

৪) এবার আপনাকে ইএমআই অপশনে যেতে হবে। সেখান থেকে নিজের সুবিধামতো ইএমআই-এর পরিমাণ বেছে নিতে হবে।

আরও পড়ুন: আর দাঁড়াতে হবে না লাইনে! এবার কার্ড ঘষলেই পাবেন রেশন, চালু হল রাইস এটিএম

৫) এই লোন নেওয়ার জন্য আপনাকে গুগল পে নির্ধারিত সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

৬) এরপর আপনি ওটিপি পাবেন, সেটি সঠিক জায়গায় সাবমিট করুন।

৭) ব্যাঙ্কের আবেদন যাচাই করার পর লোন ট্যাব অপশানটি দেখবেন এবং সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা দেখুন।

৮) এরপর অপেক্ষা করুন নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোনের টাকা ঢুকে যাবে।