Fake Note: আপনার কাছে থাকা নতুন ১০০ টাকার নোটটি নকল নয় তো? চিনুন এইভাবে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বর্তমানে বাজারে এখন অনেক নোট বেরিয়েছে যেগুলি দেখতে আসল নোটের মত মনে হল প্রকৃতপক্ষে সেগুলি জাল। বিশ্বাস করে ১০০ টাকার নোট। বাজারে এখন নতুন ১০০ টাকার ছোট নোট (100 Rupees Note) আসার ফলে আগের বড় নোট যেগুলো ছিল সেগুলো প্রায় দেখাই যায় না। নীলচে বেগুনি রঙের এই নোট (100 Rupee Notes) অনেক আগের তৈরি আর এই নোটগুলি দেখতে অনেকটা খেলনা নোটের মত। সেই সূত্রে জালে নোটগুলি এখন বাজারে বেশি করে ছড়িয়ে পড়ছে।

তবে এই নোট চেনার ও অনেক উপায় রয়েছে। জাল নোট চেনার উপায় সম্পর্কে রিজার্ভ ব্যাংক একটি নির্দেশিকা জারি করেছে। কোন মানুষ যাতে জাল নোটের শিকার না হয় সেই উদ্দেশ্যেই রিজার্ভ ব্যাংক তার ওয়েবসাইটে নোট চিনে নেওয়ার বিস্তারিত গাইডলাইন দিয়েছে। রিজার্ভ ব্যাংকের এই নির্দেশিকা মেনে চললে আসল নোট ও নকল নোট কোনটি তা সহজে বোঝা যাবে।

জাল নোট চেনার বৈশিষ্ট্য

১০০ টাকার নতুন এই জাল নোটে (Fake Notes)  মহাত্মা গান্ধী সিরিজের গভর্নরের স্বাক্ষর এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা থাকবে। নোটের পিছনে ‘রানি কি ভাব’-এর মোটিফ থাকবে। নোটের রঙ হল ল্যাভেন্ডার। এই বৈশিষ্ট্য গুলি ছাড়াও সামনে ও পিছনে আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে এই নোটের।  

সামনের দিকে কিছু বৈশিষ্ট্য

১) ১০০ টাকার এই নোটের সামনের একেবারে নিচের জায়গাটায় হালকা ভাবে ১০০ লেখা থাকবে তবে সেই লেখাটা সহজে বোঝা যাবে না।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২)  মহাত্মা গান্ধীর ছবি যেদিকে থাকবে তার ঠিক বামদিকে হিন্দি অক্ষরে দেবনাগরী লিপিতে ১০০ লেখা থাকবে।

৩) নোটের নিচের অংশে একদম বামদিকে একটা কালচে বর্ডারের মধ্যে ১০০ টাকা লেখা থাকবে।

৪) নোটের একদম মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি থাকবে।

৫) মহাত্মা গান্ধীর ছবি যেখানে থাকবে তার নিচে খুবই ছোট ছোট অক্ষরে হিন্দি ও ইংরেজিতে ভারত লেখা থাকবে।

৬) নোটের মাঝ বরাবর আরবিআই এবং হিন্দিতে ভারত লেখা একটা সবুজ রিবন থাকবে। যদি এই নোটটিকে আনাড়ি করা হয় তাহলে সে সবুজ রংটি নীল রঙে পরিবর্তিত হবে।

৭) রিবনের ডান দিকে গভর্নর এর স্বাক্ষর,  প্রতিশ্রুতি ও রিজার্ভ ব্যাংকের প্রতীক লেখা থাকবে।  

৮) নোটের ডান দিকের ফাঁকা জায়গাটায় ১০০ লেখা একটি ছবির ওয়াটারমার্ক পোর্ট্রেট এবং মহাত্মা গান্ধীর পোর্ট্রেট আছে।

৯) এরপরে ডান দিকে ফাঁকা জায়গার নিচে নম্বর প্যানেল রয়েছে সেখানে ডানদিক থেকে বামদিকে বড় থেকে ছোট হরফে সংখ্যা লেখা রয়েছে।

১০) এরপরে সবশেষে ডান দিক থেকে নিচের দিকে অশোকস্তম্ভ থাকবে, দৃষ্টিহীনদের চেনার জন্য উঁচু মত একটি ত্রিভুজ থাকবে যা হাত দিয়ে স্পর্শ করে বোঝা যাবে।

নোটের পিছনের দিকের কিছু বৈশিষ্ট্য

১) ১০০ টাকার এই নোটের পিছনের দিকে রুটি কত সালে ছাপা হয়েছে সেটি উল্লেখ থাকবে।  

২) বাম দিক থেকে একদম নিচের দিকে স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান লেখা দেখা যাবে।  

৩) এরপরে ডান দিক থেকে ১০০ টাকা কথাটি সরু প্যানেলে আঞ্চলিক ভাষায় লেখা থাকবে।

৪) এই নোটের মধ্যে রানি মহলের একটি মোটিফ থাকবে।

৫) ডানদিকের স্থানে উপরে ও নিচে সমান্তরালে হিন্দি ও ইংরেজি ভাষায় ১০০ সংখ্যাটি লেখা থাকবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment