ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর পদে নিয়োগ চলছে, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

IAF Agniveer vayu Recruitment 2024: ভারতীয় বায়ুসেনা-এর তরফ থেকে Agniveer vayu পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা এই চাকরির পদে আবেদন করতে পারবে। পুরুষ মহিলা নির্বিশেষে সকলে সংশ্লিষ্ট চাকরির পদে আবেদনের যোগ্য। অফিসিয়াল ওয়েবসাইট এ আবেদনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিন। এই চাকরি সম্পর্কিত আরো একাধিক তথ্য নিম্নে উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ভারতীয় বায়ুসেনা-এর তরফ থেকে কর্মী (IAF Agniveer vayu Recruitment 2024) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Agniveervayu পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Breaking News: ফের ৯৪ জন চাকরিহারাকে শিক্ষকপদে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বয়সসীমা (Age Limit)

যারা আবেদন করবে তাদের বয়স ২১ বছরের উপরে হতে হবে।

বেতন (Salary)

আবেদনের ব্যাপারে বিস্তারিত উল্লেখ রয়েছে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশে। বিস্তারিত সেখান থেকে জেনে নিন।

আরও পড়ুন: Breaking News: ফের ৯৪ জন চাকরিহারাকে শিক্ষকপদে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!

আবেদন প্রক্রিয়া (Application Process)

আবেদনের ব্যাপারে বিস্তারিত জানুন এর মূল অফিসিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in থেকে।

আরও পড়ুন: ১ লক্ষ টাকারও বেশি বেতনে অধ্যাপক সহ লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীরবায়ু নিয়োগের জন্য প্রার্থীদের একটি পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার যারা উত্তীর্ণ হবে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। পরীক্ষা শুরু হবে ১৮ অক্টোবর তারিখ থেকে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। পাশাপাশি ইংরেজি ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

আরও পড়ুন: Jio True 5G: এবার যত খুশি ইন্টারনেট করতে পারবেন! দাম বাড়লেও গ্রাহকদের স্বস্তি দিল Jio

আবেদনের শেষ তারিখ (Last date of application)

আবেদনের কাজ শুরু হয়েছে বিগত ৮ জুলাই সকাল ১১ টা থেকে এবং এই আবেদন চলবে আগামী ২৮ জুলাই রাত ১১ টা পর্যন্ত।

আরও পড়ুন: Recharge Plans: ১ মাসের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কোনটি? জানালো Jio, Airtel এবং VI