ICDS Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) পদের জন্য অর্থাৎ ICDS-এর চাকরির জন্য আশা করে বসে আছেন তাদের জন্য আজ একটি দারুণ খবর নিয়ে এসেছি আমরা।
এর আগে অনেক জেলাতেই অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে আবেদন নেওয়া হয়েছে। বর্তমানে আবারও এক নতুন জেলায় ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) পদে নিয়োগ করা হবে। আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Government of West Bengal-এর অধীনে Office of the Child Development Project Officer Andal ICDS Project কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
অঙ্গনওয়াড়ি কর্মী (AWW) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মোট ১০টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন: রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
বয়স সীমা (Age Limit)
এই পদের জন্য আবেদনকারীর প্রার্থীদের বয়স ২১.০৮.২০২৪ তারিখের হিসাবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে অনলাইন পোর্টাল খোলা হয়েছে। এই পদের জন্য অনলাইনে আবেদনের লিংক নীচে উল্লেখ করা হল। সেই লিংকে ক্লিক করে নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ নথি যুক্ত করে আবেদন জানাতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Helper) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে নিয়োগ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এই দুইয়ের মাধ্যমে হবে। প্রথমে ৯০ নম্বরে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় অন্তত ৩০ নম্বর পেলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর ১০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই পদের জন্য আবেদন ২১.০৮.২০২৪ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৮.০৯.২০২৪ তারিখ পর্যন্ত।
বিস্তারিতভাবে জানার জন্য নীচে উল্লেখ করা লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Website/Apply Online | Click Here |
Official Notification | Click Here |