Ration Card: বর্তমানে দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষদের রেশন কার্ড (Ration Card) আছে। তবে এখন ই-কেওয়াইসি (e-KYC) করা বাধ্যতামূলক হয়েছে রেশন কার্ডধারীদের।
কোনো রেশন কার্ডধারী (Ration Card) ই-কেওয়াইসি (e-KYC) ছাড়া আর রেশন নিতে পারবেন না। ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়ার পরেই রেশন কার্ডধারীরা রেশন নিতে পারবেন। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক ই-কেওয়াইসি (e-KYC) করার প্রক্রিয়া সম্বন্ধে।
সরকারের তরফ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যে কালোবাজারি বন্ধ করার উদ্দেশ্যে। রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসির (e-KYC) সঙ্গে লিঙ্ক করার প্রক্রিয়া চলছে মথুরায়। রেশন দোকানে গিয়ে হাজার হাজার মানুষ ই-কেওয়াইসি (e-KYC) করেছেন। জাল রেশন কার্ড তৈরি করা এবং রেশনের কালোবাজারি নিয়ন্ত্রণ করাও হচ্ছে।
আরও পড়ুন: BSNL Offer: অন্যান্য টেলি সংস্থাদের সঙ্গে পাল্লা দিতে দারুণ অফার নিয়ে হাজির BSNL!
জেলা সরবরাহ আধিকারিক সতীশ কুমার মিশ্র ই-কেওয়াইসি সম্পর্কে জানাচ্ছেন যে, প্রায় ৪ লক্ষ ৬৯ হাজার রেশন কার্ড জেলায় রয়েছে। ইউনিট রয়েছে ১৮ লক্ষ ৯ হাজার।
তিনি জানাচ্ছেন, সরকারের সিদ্ধান্ত নিয়েই সকল রেশন কার্ডধারী ও ইউনিটের ই-কেওয়াইসি প্রক্রিয়া করানো হচ্ছে। এছাড়াও ই-পাস মেশিন জেলার সমস্ত রেশন দোকানে বসানো হয়েছে।
তিনি আরও জানাচ্ছেন, রেশনের দোকানে ডিলারের কাছ থেকেই উপভোক্তারা ই-কেওয়াইসি করাতে পারবেন। ই-কেওয়াইসি করানোর জন্য এখন আর জনসেবা কেন্দ্রে রেশন কার্ডধারীদের যেতে হবে না।
আরও পড়ুন: Upper Primary Recruitment: দু’মাসের ১৪,০৫২ জন শিক্ষক নিয়োগ হবে! নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অন্যের নামে কেউ আর রেশন নিতে পারবেন না। উপভোক্তাদের বুড়ো আঙুলের ছাপ না থাকলে রেশন আপলোড হবে না।
আরও পড়ুন: Teacher Recruitment: ১.৫ লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে এই রাজ্যে! ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
জেলা সরবরাহ আধিকারিক সতীশ কুমার মিশ্র এই সমস্ত তথ্য দিয়ে জানাচ্ছেন, রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি করতে হলে আধার কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে। রেশন কার্ডধারীদের আঙ্গুলের ছাপ ই-পিওএস মেশিনের মাধ্যমে স্ক্যান করা হবে। ই-কেওয়াইসি প্রক্রিয়া এভাবেই সম্পন্ন হবে। এছাড়াও ভুল মোবাইল নম্বরও এই মেশিনের মাধ্যমে সংশোধন করা যাবে। রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: আবাস যোজনার টাকা মিলবে চলতি বছরেই, কবে? দিন-তারিখ জানালেন অভিষেক ব্যানার্জী