নতুন ফোন নম্বর নিলে তা আধার কার্ডে আপডেট করাবেন কীভাবে,পদ্ধতি জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বর্তমান সময়ে মোবাইল নম্বর (Mobile Number) আধার কার্ডের (Aadhaar Card) মতো একটি জরুরী নথি হয়ে পড়েছে। একাধিক ডকুমেন্টসের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখা হয় বিভিন্ন সুবিধার উদ্দেশ্যে। এই মোবাইল নম্বর যদি বন্ধ হয়ে যায় তাহলে আধার কার্ড প্যান কার্ড সহ একাধিক নথির ক্ষেত্রে কাজ করতে অনেক অসুবিধা হয়।

তবে অনেক সময় আমাদের সঙ্গে যেটি হয় তাহলে ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায় এর সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর হারিয়ে যায়। কিন্তু সেই নম্বর আধার কার্ড (Aadhaar Card) এবং প্যান কার্ডের (PAN Card) সঙ্গে যদি লিংক করা থাকে তাহলে অবশ্যই সেটি সমস্যার ব্যাপার। আবার ধরুন আপনার আধার কার্ড বা প্যান কার্ডের সঙ্গে একটি নম্বর লিঙ্ক করা রয়েছে আপনি সেটার পরিবর্তে এখন অন্য একটি নতুন নম্বর লিঙ্ক করতে চান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে?

এর জন্য রয়েছে একটি সুন্দর সমাধান। আপনি যদি আপনার আধার কার্ডে (Aadhaar Card) ফোন নম্বর পরিবর্তন করতে চান তাহলে তার জন্য আপনাকে আধার পরিষেবা কেন্দ্রে  যেতেই হবে। সেখানে আপনার মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য একটি ফরম ফিলাপ করার পর বায়োমেট্রিক গ্রহণ করলেই আপনার নতুন নম্বর আপডেট হয়ে যাবে।

তবে আধার কেন্দ্রে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে নম্বর আপডেট করার জন্য আগে থেকে স্লট বুকিং করে রাখতে হবে। স্লট বুকিং করা যাবে নিম্নলিখিত পদ্ধতিতে-

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

১) এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে UIDAI-র মূল অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখানে গিয়ে মাই আধার অপশনটি সিলেক্ট করার পর লোকেট অ্যান এনরোলমেন্ট সেন্টার-এ ক্লিক করতে হবে।

৩) আপনি যেখানে থাকেন সেই স্থানের পিন নম্বর অনুযায়ী নিকটবর্তী আধার কেন্দ্রের তালিকা স্ক্রিনে দেখা যাবে।

৪) সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী সেন্টার বেছে নিতে পারবেন।

আধার কেন্দ্রে গিয়ে নতুনভাবে নম্বর রেজিস্টার করার পর সাত দিনের মধ্যে আপনার মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment