কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর তরফ থেকে আজ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হল। মামলাকারীর পক্ষের আইনজীবী সুবীর সান্যাল আজ আদালতে নিজেদের বক্তব্য পেশ করেন। আদালতে আজ আপার প্রাইমারি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি দীর্ঘক্ষণ ধরে চলে। তবে ফাইনাল শুনানি আজ কেউ দেওয়া হয়নি।
রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে ইন্টারভিউয়ের সময় সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা জেনারেল শূন্য পদে ডাক পেতে পারেন না এই বিষয়টি তিনি আদালতে তুলে ধরেন। পাশাপাশি তিনি আপডেট শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানান, যেন ১৫ দিন আগের আপডেট শূন্য পদে দ্রুত নিয়োগ করা হয়।
তবে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর তরফ থেকে আজ দীর্ঘক্ষণ শুনানি হলেও ফাইনাল শুনানি এখনো হয়নি। আদালতের তরফ থেকে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় ১০ জুলাই তারিখে। ঐদিন আদালতে দ্বিতীয় অর্ধের মামলার শুনানি হবে।
আরও পড়ুন: রাজ্যের স্কুলে বাংলা, গণিত সহ একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত
উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার আগের শুনানিতে স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাদের নিজেদের মতামত তুলে ধরে। এসএসসি (SSC) ইতিমধ্যেই নিজেদের বক্তব্য আদালতে পেশ করেছে। আর আজ বিরোধী পক্ষের উকিল আদালতে নিজের শুনানি পেশ করেছে। এবার আশা করা যাচ্ছে পরবর্তী শুনানিতে আদালত ফাইনাল মন্তব্য জারি করবে।
আরও পড়ুন: মাসে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, জানুন বিস্তারিত
তবে বারবার এভাবে তারিখের পর তারিখ দেওয়ায় চাকরিপ্রার্থীরা হতাশ হচ্ছে। দীর্ঘ ১০ বছরেও এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি, কবে তাদের এই অপেক্ষার অবসান ঘটবে? সরকারের উপর থেকে তারা আশ্বাস কবেই হারিয়ে ফেলেছে। এখন আদালতের উপর আশা রাখলেও আদালত তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ২ লক্ষ টাকারও বেশি বেতনে জাতীয় সড়ক পরিবহন দফতরে চাকরির সুযোগ! রইলো বিস্তারিত