Indian Bank Recruitment 2024: Indian Bank-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চেন্নাই অথবা ব্যাংক নির্দেশিত একাধিক স্থানে প্রার্থী নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ হবে। অফলাইনে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Indian Bank-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
Indian Bank-এর তরফ থেকে Economist পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit)
৩৫ থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত সকলেই এই পদে আবেদন করতে পারবে।
আরও পড়ুন: রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমিক আবেদন করতে হবে। আবেদনের ফরম পাওয়া যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখান থেকে ফর্ম সংগ্রহ করে সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ নথি গুলি যোগ করে সেগুলি একটি নিম্নলিখিত মেইল নম্বরে পাঠাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। অথবা আবেদনপত্র সহ সমস্ত নথি গুলি একটি খামের মধ্যে ভরে তা নিম্নলিখিত ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে-
Chief General Manager (CDO & CLO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu
আবেদন ফি (Application Fee)
আবেদন ফি হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা প্রদান করতে হবে।
গুরুত্বপূর্ণ নথি (Important Documents)
আবেদনের জন্য প্রার্থীদের যেসব নথিপত্র লাগবে সেগুলো হলো নিম্নরূপ-
১) জন্ম সার্টিফিকেট
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতা মার্কশীট ও সার্টিফিকেট
৩) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
৪) ফটো আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
যেকোনো স্বীকৃত ভারতীয় / বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক অর্থনীতিতে বিশেষীকরণ সহ অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/ব্যাংকিং/ফাইন্যান্স-এ ডক্টরেট ডিগ্রী থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
আবেদনের শেষ তারিখ হলো ২৯/২/২৪ তারিখ পর্যন্ত।