Indian Bank Recruitment 2024: ১,৫০০ শূন্যপদে ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মী নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Indian Bank Recruitment 2024: Indian Bank-এর তরফ থেকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদ রয়েছে ১৫০০ টি। যেসব প্রার্থীরা স্নাতক পাস করেছে এবং স্থানীয় ভাষায় দক্ষ তাদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্তদের প্রতি মাসে ১২,০০০ অথবা ১৫,০০০ টাকা করে দেওয়া হবে। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Indian Bank-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: SSC: অবশেষে SSC-এর মাধ্যমে ১৭,৭২৭ শূন্যপদে নিয়োেগ শুরু! কবে আবেদনের শেষ তারিখ? রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১৫০০ টি।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আরও পড়ুন: Teacher Recruitment: ২,৬২৯টি শিক্ষক পদে আবেদনের সংশোধিত তারিখ ঘোষিত হলো, কী ভাবে আবেদন করবেন?

বেতন (Salary)

১৯৬১ সালের শিক্ষানবিশ আইন অনুসারে সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০ টাকা বা ১৫,০০০ টাকা করে দেওয়া হবে।

নিয়োগের স্থান (Place of Employment)

সংশ্লিষ্ট চাকরির পদে যারা আবেদন করবে তাদের নির্বাচনের পর নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ-সহ আরও ২৯ টি রাজ্যে।

আরও পড়ুন: Budget 2024: মাসিক ১০ হাজার টাকা, কেন্দ্র সরকারের এই স্কিম নিয়ে বাজেটে বিরাট ঘোষণা!

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরি পদে আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে। ইন্ডিয়ান ব্যাংকের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.indianbank.in-এ গিয়ে প্রার্থীদের আবেদন জানাতে হবে।

আবেদন ফি (Application Fee)

আবেদন ফি হিসেবে প্রার্থীদের ৫০০ টাকা প্রদান করতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের কোন আবেদন মূল্য লাগবে না।

আরও পড়ুন: SBI Fraud Alert: স্টেট ব্যাঙ্কের নামে নতুন প্রতারণার ফাঁদ! না জানলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ইন্ডিয়ান ব্যাংক (Indian Bank)-এ চাকরির জন্য যারা আবেদন করবে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করার জন্য অনলাইনে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে সেই ভিত্তিতেই তাদের নিয়োগ করা হবে। অন্যান্য যোগ্যতা হিসেবে প্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষতার উপর নির্ভর করে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।

আরও পড়ুন: WBCS 2023 Prelims Result and Cut-off: WBCS প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো! রইল তালিকা

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।