উচ্চ মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে নাবিক পদে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর। Indian Coast Guard কর্তৃক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকদিন ধরেই যারা একটি সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদগুলিতে আবেদন করা যাবে। আসুন এই চাকরিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Indian Coast Guard কর্তৃক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম (Name of the Post)

Navik (General Duty) এবং Yantrik পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

  • Navik (General Duty) পদে মোট ২৬০ টি শূন্যপদ রয়েছে।
  • Yantrik পদে মোট ৬০ টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের অর্থাৎ এসসি (SC), এসটি (ST) প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি (OBC) প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদগুলিতে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। Indian Coast Guard-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।

আবেদন ফি (Application Fee)

জেনারেল (General) প্রার্থী, ওবিসি (OBC) প্রার্থী এবং ইডব্লিউএস (EWS) প্রার্থীদেরকে আবেদন মূল্য হিসেবে ৩০০ টাকা দিতে হবে। তবে এসসি (SC) এবং এসটি (ST) প্রার্থীদেরকে কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • Navik (General Duty) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে একটি বিষয় হিসেবে পদার্থবিদ্যা বা গণিত থাকতে হবে।
  • Yantrik পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম দশম শ্রেণি পাস করে থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ০৩.০৬.২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০.০৭.২০২৪ তারিখ পর্যন্ত। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করে নিতে অনুরোধ করা হচ্ছে।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WBSSC: এসএসসি-র ২৬,০০০ চাকরি বাতিল মামলায় বড়ো আপডেট! SSC যাচ্ছে সুপ্রিম কোর্টে

University List: নিয়ম না মানা বিশ্ববিদ্যালয়ের আপডেটেড তালিকা প্রকাশ করল UGC, নাম রয়েছে ৬৩ টি বিশ্ববিদ্যালয়ের

সরকার ২ লাখ টাকা দেবে কন্যা সন্তান হলেই! এই নয়া প্রকল্পে খুশির হাওয়া রাজ্যে

রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! ফের ভাতা বাড়ালি পশ্চিমবঙ্গ সরকার

Leave a Comment