৯২,৩০০ টাকা পর্যন্ত বেতনে কলকাতায় ভারতীয় জাদুঘরে চাকরির সুযোগ! কোন কোন পদে নিয়োগ?

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Indian Museum Kolkata Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়ামে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এখানে আবেদন জানানো যাবে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃক কর্মী নিয়োগ করা হবে। জাদুঘরের কলকাতা দফতরের জন্য এই নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

হিন্দি ট্রান্সলেটর বা অনুবাদক, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মডেলার এবং গাইড লেকচারার (জুলজি) পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Kolkata Metro new App: বড় খবর পুজোর আগে! এবার মেট্রোর টিকিট কাটা যাবে স্টেশন পৌঁছনোর আগেই, এল ‘অ্যাপ’

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

মোট শূন্যপদের সংখ্যা চার।

বয়স সীমা (Age Limit)

প্রতিটি পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আরও পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই ৩,১১৫ শূন্য পদে পূর্ব রেলে কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন

বেতন (Salary)

বিভিন্ন পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় এবং মেইল আইডিতে আবেদনপত্র সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে।

আরও পড়ুন: Lakshmir Bhandar: পুজোর আগেই সুখবর! নতুন আপডেট এলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, বড় ঘোষণা মমতার

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

মডেলার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর যেকোনো সরকার স্বীকৃত আর্ট কলেজ থেকে কোনও বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা এবং মডেলিংয়ে স্পেশালাইজেশন থাকতে হবে।

এর সাথে মডেলিংয়ে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বাকি পদগুলির যোগ্যতা সম্বন্ধে জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: Primary TET 2022 Latest Update: অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাইমারী টেট নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ আগামী ১৪ই অক্টোবর। বিস্তারিতভাবে জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিন।

আরও পড়ুন: West Bengal Job: গ্র্যাজুয়েট? ৯০ হাজার টাকা বেতনে প্রচুর সরকারির সুযোগ রাজ্যে, কীভাবে আবেদন? রইল বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)