Indian Railway Recruitment: ১৮,৭৯৯ শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় রেল! কলকাতায় কতগুলি শূন্যপদ ? রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে একটি বড় খবর প্রকাশ্যে এল। কিছুদিন আগেই ভারতীয় রেল কর্তৃক অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদের শূন্যপদের তালিকা সংশোধন করেছে। নতুন করে বর্ধিত শূন্যপদের তালিকা অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই আবেদন করেছিলেন তারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে শূন্যপদের নতুন তালিকাটি দেখে নিতে পারেন। যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) জোন ভিত্তিক শূন্যপদ প্রকাশ করেছে। সেই কারণে আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের জোনে গিয়ে শূন্যপদের তালিকাটি দেখতে হবে। কোন জোনের শূন্যপদ কত বাড়লো সেটি এক নজরে দেখে নেওয়া যাক।

বিজ্ঞপ্তিতে কী রয়েছে?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিশিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ গিয়ে নতুন সংশোধিত ও বর্ধিত শূন্যপদের তালিকাটি দেখতে পাবেন প্রার্থীরা। অফিশিয়াল ওয়েবসাইট-এ গেলে প্রথমেই হোমপেজে ‘Recruitment’ বলে একটি ট্যাব আসবে। সেখানে গিয়ে নিজের জোনের নাম দেখা যাবে। এরপর সেখানে ক্লিক করতে হবে। তারপর সেখানে আপনি নিজের জোনের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কতগুলি শূন্যপদ আছে সেই তালিকাটি দেখতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কেউ কলকাতা জোনের শূন্যপদের তালিকা দেখতে চান তাহলে RRB Kolkata অপশনে ক্লিক করতে হবে। ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাতেই শূন্যপদের তালিকাটি দেখা যাবে।

আরও পড়ুন: ৩১,০০০ টাকা বেতনে কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ! জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

নতুন বিজ্ঞপ্তিতে পূর্বে দেওয়া অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদের শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ১৮,৭৯৯ টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। শূন্যপদ বৃদ্ধি হওয়ার ফলে অনেক বেশি সংখ্যক চাকরিপ্রার্থী সুযোগ পাবেন। যে সমস্ত প্রার্থীরা পূর্বে অবদান করেছেন বর্তমানে তারা চাইলে নিজেদের আবেদনে কিছু পরিবর্তন করতে পারবে। বিকল্প বদলাতে চাইলে সেটিও বদলাতে পারবেন। নতুন তালিকায় মোট ১,১৫৩ টি শূন্যপদ রয়েছে কলকাতা জোনের পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলওয়ে মিলিয়ে।

আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই ৩০,০০০ টাকা মাসিক বেতনে IRCTC তে চাকরির সুযোগ! কিভাবে আবেদন করবেন দেখুন

লিংক কবে সক্রিয় হবে?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর পক্ষ থেকে আবেদন বদল করার লিংকটি কিছুদিনের মধ্যেই চালু করা হবে। RRB ALP Recruitment-এর লিংকে গিয়েই প্রায়োরিটি লিস্ট বদল করতে পারবেন আবেদনকারীরা। তবে খেয়াল রাখতে হবে, এই কাজটি নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে। তারপর আর সুযোগ মিলবে না। এই লিংকটি ১০ দিনের জন্য চালু থাকবে।

আরও পড়ুন: ৫৭,০০০ টাকা বেতনে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন