Indian Railway Recruitment 2023: দেশে চাকরির যা অবস্থা তাতে সরকারি হোক বা বেসরকারি যেকোনো চাকরি পাওয়াই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর সরকারও এই ব্যাপারে এখন সম্পূর্ণ উদাসীনতা দেখাচ্ছে। যার ফলস্বরূপ আমাদের দেশ এখন সম্পূর্ণ বেকারত্বে ছেয়ে গিয়েছে। বড় বড় ডিগ্রী অর্জন করার পরেও দেশের অধিকাংশ চাকরি প্রার্থীরা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। দেশে কোনো চাকরি নেই। বছরের পর বছর অপেক্ষা করার পরও তারা কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। ফলে দিনকে দিন তাদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ছে। দেশের বর্তমান বেকারত্বের যা পরিস্থিতি তাতে ভবিষ্যতে আরও সমস্যা দেখা দিতে পারে।
তবে এই অবস্থায় সম্প্রতি একটি আশার আলো দেখা গিয়েছে। যারা ভালো একটি চাকরির আশায় রয়েছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে দারুন একটি সুখবর। বিশেষ করে যারা রেলের চাকরি করতে চান তাদের কাছে এটি দুর্দান্ত সুখবর। ভারতীয় রেলে কর্মী নিয়োগ (Indian Railway Recruitment 2023) করা হবে। Railway Recruitment Cell-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: নিয়োগকারী সংস্থার নাম 2023 (Indian Railway Recruitment 2023: Name of the Recruitment Organization)
Railway Recruitment Cell, North Central Railway-এর তরফ থেকে ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: পদের নাম (Indian Railway Recruitment 2023: Name of the Post)
Railway Recruitment Cell, North Central Railway-এর তরফ থেকে ভারতীয় রেলে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে রেলের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-
- Fitter
- Welder (G&E)
- Armature Winder
- Machinist
- Carpenter
- Electrician
- Painter (General)
- Mechanic (DSL)
- Information & Communication Technology System maintenance
- Wireman
- Black Smith
- Plumber
- Mechanic cum Operator Electronics Communication System
- Health Sanitary Inspector
- Multimedia and Web Page Designer
- MMTM
- Crane
- Draughtsman (Civil)
- Stenographer (English)
- Stenographer (Hindi)
- Turner
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: মোট শূন্যপদ (Indian Railway Recruitment 2023: Total Vacancy)
Railway Recruitment Cell, North Central Railway-এর তরফ থেকে সম্প্রতি এবার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি মারফত জানা গেছে যে ভারতীয় রেলে এবার প্রচুর সংখক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা বলা হয়েছে ১৬৯৭ টি।
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: বয়সসীমা (Indian Railway Recruitment 2023: Total Vacancy)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় রয়েছে। নিম্নে কোন ক্যাটাগরি প্রার্থীদের জন্য কত বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে সেই নিয়ে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করা হলো-
ক্রমিক নম্বর | ক্যাটাগরির নাম | বয়সের ছাড় |
1 | SC/ST | ৫ বছর |
2 | OBC | ৩ বছর |
3 | Persons with Disability (PWD) | ১০ বছর |
4 | Ex-servicemen | ১০ বছর |
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: বেতন (Indian Railway Recruitment 2023: Salary)
ভারতীয় রেলে সংশ্লিষ্ট পদে যাদের নিয়োগ করা হবে তাদের মাসিক বেতন ১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া (Indian Railway Recruitment 2023: Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদনের জন্য এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে থাকা আবেদনের লিংকে ক্লিক করে সেখান থেকে আবেদনের কাজ সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না এছাড়াও নির্ভুল ও অর্ধেক আবেদন পত্র বাতিল করে গণ্য হবে। নিম্নে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি বলে দেওয়া হলো-
- আবেদনের জন্য প্রথমে প্রার্থীদের এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে আবে তোমরা লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
- এরপর সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে।
- এরপর নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য প্রদান করার পর ফাইনাল সাবমিট করতে হবে।
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ ডকুমেন্টস (Indian Railway Recruitment 2023: Important Documents)
সংশ্লিষ্ট পদে আবেদনের সঙ্গে সঙ্গে যেসব নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল নিম্নরূপ-
- মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট
- জন্ম প্রমান পত্র
- আইটিআইয়ের সমস্ত সেমিস্টারের মার্কশিট
- , Provisional National trade সার্টিফিকেট
- cast সার্টিফিকেট (যদি থাকে)
- PwBD সার্টিফিকেট (যদি থাকে)
- এক্স সার্ভিস ম্যান দের ক্ষেত্রে Discharge certificate / Serving certificate
- আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর
- পাসপোর্ট সাইজ ছবি
- Income & Asset Certificate
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া (Indian Railway Recruitment 2023: Selection Process)
আবেদনকারী প্রার্থীদের কোন প্রকার লিখিত পরীক্ষা বা ভাইভার মাধ্যমে নিয়োগ করা হবে না। যারা আবেদন করবে তাদের প্রাতিষ্ঠানিক মাধ্যমিক রেজাল্টের ভিত্তিতে একটি লিস্ট প্রকাশ করা হবে। ইউনিট অনুসারে, বাণিজ্য অনুসারে এবং সম্প্রদায় এর বিভাগও দেখা হবে। লিস্টে যাদের নাম প্রকাশ করা হবে তাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। নির্বাচিত প্রার্থীদের কল লেটার এর মাধ্যমে চাকরির জন্য ডেকে নেওয়া হবে।
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: আবেদন মূল্য (Indian Railway Recruitment 2023: Application Fee)
সমস্ত প্রার্থীর আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে। তবে সংরক্ষিত শ্রেণিদের জন্য আবেদন মূল্য প্রদানের ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা (Indian Railway Recruitment 2023: Educational Qualification)
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ও অন্যান্য যোগ্যতা হিসেবে যেগুলি থাকা আবশ্যক সেগুলি হল নিম্নরূপ-
- আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর সহ পাস করতে হবে।
- NCVT / SCVT অনুমোদিত আইটিআই শংসাপত্র/ জাতীয় বাণিজ্য শংসাপত্র নির্দিষ্ট ট্রেড অনুযায়ী বাধ্যতামূলক।
এছাড়াও আবেদনের যোগ্যতা হিসেবে আরো কিছু বিষয়ের কথা বলা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।
ভারতীয় রেল নিয়োগ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Indian Railway Recruitment 2023: Important Dates)
আবেদনের কাজ শুরুর তারিখ | ১৫ নভেম্বর ২০২৩ তারিখ |
আবেদনের কাজ শেষের তারিখ | ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ ২৩:৫৯ পর্যন্ত |
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
WhatsApp গ্রুপে জয়েন করুন👉 | যুক্ত হন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
আবেদন করুন👉 | এখানে দেখুন |
FAQ
Q. Railway Recruitment Cell, North Central Railway-এর তরফ থেকে ভারতীয় রেলে মোট কতগুলো শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: মোট ১৬৯৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
Q. Railway Recruitment Cell, North Central Railway-এর তরফ থেকে ভারতীয় রেলের সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে?
Ans: সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে ১০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
Q. Railway Recruitment Cell, North Central Railway-এর তরফ থেকে ভারতীয় রেলের পদগুলিতে আবেদন করার শেষ তারিখ কত?
Ans: ভারতীয় রেলের সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ হল ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ ২৩:৫৯ পর্যন্ত।