লিখিত পরীক্ষা ছাড়াই ৬৭,০০০ টাকা বেতনে পরমাণু গবেষণা কেন্দ্রে চাকরির সুযোগ! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্দিরা গান্ধী পরমাণু গবেষণা কেন্দ্র (Indira Gandhi Centre for Atomic Research) সংস্থা কর্তৃক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। আসুন আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

ইন্দিরা গান্ধী পরমাণু গবেষণা কেন্দ্র (IGCAR) সংস্থা কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

ইন্দিরা গান্ধী পরমাণু গবেষণা কেন্দ্র (IGCAR) সংস্থায় পারমাণবিক শক্তি বিভাগে (DAE) নিম্নলিখিত পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।

  • বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রুপ এ)
  • বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রুপ বি)
  • বৈজ্ঞানিক সহকারী (গ্রুপ বি)
  • নার্স (গ্রুপ বি)
  • ফার্মাসিস্ট (গ্রুপ সি)
  • টেকনিশিয়ান (গ্রুপ সি)

মোট শূন্য পদ (Total Vacancy)

মোট ৯১টি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now
বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রুপ এ)৩৪টি পদ
বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রুপ বি)১টি পদ
বৈজ্ঞানিক সহকারী (গ্রুপ বি)১২টি পদ
নার্স (গ্রুপ বি)২৭টি পদ
ফার্মাসিস্ট (গ্রুপ সি)১৪টি পদ
টেকনিশিয়ান (গ্রুপ সি)৩টি পদ

বয়স সীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও পদ অনুযায়ী বয়স সীমা ভিন্ন রয়েছে। বয়স সংক্রান্ত বিস্তারিত ভাবে জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল নোটিশটি দেখতে অনুরোধ করা হল।

বেতন (Salary)

পদ অনুযায়ী বেতন কাঠামো ভিন্ন। উপরে উল্লেখিত পদগুলিতে ন্যূনতম মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে সর্বোচ্চ ৭৮,৮০০ টাকা পর্যন্ত হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি দেখতে অনুরোধ করা হচ্ছে।

আবেদন মূল্য (Application Fee)

  • সায়েন্টিফিক অফিসার/ই, এসওডি এবং এসওসি-এর জন্য আবেদন ফি- ৩০০ টাকা।
  • সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি এবং বি, নার্স, টেকনিক্যাল অফিসার-এর জন্য আবেদন ফি – ২০০ টাকা।
  • ফার্মাসিস্ট, টেকনিশিয়ানের জন্য আবেদন ফি – ১০০ টা।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ন্যূনতম বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখতে অনুরোধ করা হল।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates about Application)

এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ৩০.৬.২০২৪। এই পদগুলির জন্য ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের শীঘ্রই আবেদন করে নিতে অনুরোধ করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Leave a Comment