Integral Coach Factory, Chennai-এর তরফ থেকে শিক্ষানবিশ (Apprentices) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবগুলি পদ মিলিয়ে মোট ১,০১০টি শূন্যপদ রয়েছে। অনলাইনে আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যারা আবেদন করতে চান তারা দ্রুত এই পদে আবেদন করতে পারবেন। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Integral Coach Factory, Chennai-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
শিক্ষানবিশ (Apprentices) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
সবগুলি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১,০১০টি।
বয়সসীমা (Age Limit)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে আইটিআই প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে এবং
নন আইটিআই প্রার্থীদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে। SC/ST প্রার্থীদের ৫ বছর, OBC প্রার্থীদের ৩ বছর এবং PwD প্রার্থীদের ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে।
বেতন (Salary)
ফ্রেশার (স্কুল পাস-আউট (দশম শ্রেণী) পদে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ৬০০০টাকা। ফ্রেশার (স্কুল পাস-আউট (দ্বাদশ শ্রেণি) পদে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ৭০০০টাকা এবং প্রাক্তন আইটিআই-জাতীয় বা রাজ্য শংসাপত্র যাঁদের আছে তাদের নির্দিষ্ট পদে নিয়োগের পর প্রতি মাসে ৭০০০টাকা করে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য Integral Coach Factory-এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট https://pb.icf.gov.in-এ যেতে হবে।
আবেদন ফি (Application Fee)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। তবে SC/ST/PwBD/মহিলা প্রার্থীদের কোন প্রকার আবেদন ফি দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। এই ব্যাপারে সবিস্তারে জানার জন্য এর মূল অফিসিয়াল ওয়েবসাইট অথবা নোটিশ ফলো করুন।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এই চাকরির পদে আবেদনের শেষ তারিখ হল ২১/০৬/২০২৪ তারিখ পর্যন্ত।