১ লক্ষ টাকারও অধিক বেতনে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

IPPB Recruitment 2024: India Post Payments Bank-এ ম্যানেজার সহ আরো একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। নির্দিষ্ট শিক্ষাগত ডিগ্রী ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা নিরূপণ করে প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের মাসিক ৬৪,৮২০ টাকা থেকে ১,৭৩,৮৬০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

India Post Payments Bank-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) Senior Manager
২) Assistant General Manager
৩) Deputy General Manager
৪) General Manager

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: প্রচুর ছুটি আগস্ট মাসে! টানা বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস, ছুটির তালিকা দেখে নিন

বয়সসীমা (Age Limit)

ক্রমিক নম্বরপদের নাম০১.০৭.২০২৪ তারিখ অনুযায়ী বয়সসীমা
Senior Manager২৬ থেকে ৩৫ বছর
Assistant General Manager৩২ থেকে ৪৫ বছর
Deputy General Manager৩৫ থেকে ৫৫ বছর
General Manager৩৮ থেকে ৫৫ বছর

আরও পড়ুন: WB Primary TET Result: শীঘ্রই প্রকাশ হবে TET-এর রেজাল্ট, কী ভাবে রেজাল্ট দেখবেন? রইলো পদ্ধতি

বেতন (Salary)

আবেদনকারী প্রার্থীদের মাসিক ৬৪,৮২০ টাকা থেকে ১,৭৩,৮৬০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com থেকে।

আরও পড়ুন: ফের ভারতীয় রেলে ৭,৯৩৪ পদে নিয়োগ চলছে, কবে থেকে শুরু? রইলো বিস্তারিত

আবেদন ফি (Application Fee)

আবেদন ফি হিসেবে প্রার্থীদের ৭৫০ টাকা প্রদান করতে হবে। SC/ST/PWD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১৫০ টাকা প্রদান করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Indian Bank Recruitment 2024: ১,৫০০ শূন্যপদে ইন্ডিয়ান ব্যাঙ্কে নিয়োগ চলছে, সরাসরি আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

প্রত্যেকটি পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বিস্তারিত জানতে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ ফলো করুন।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

অনলাইনে আবেদনের কাজ শুরু হয়েছে বিগত ২০ জুলাই ২০২৪ তারিখ থেকে এবং এই আবেদনের কাজ চলবে আগামী ৯ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: এবার প্রাইমারি শিক্ষকরা টিউশনি করলেই চাকরি বাতিল! কড়া নির্দেশিকা পর্ষদের

Download Official Notice