পরীক্ষা ছাড়াই ৩০,০০০ টাকা মাসিক বেতনে IRCTC তে চাকরির সুযোগ! কিভাবে আবেদন করবেন দেখুন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সর্বভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation Ltd-IRCTC) কর্তৃক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা অনেকদিন ধরেই একটি ভালো চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। আসুন এই নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

সর্বভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation Ltd-IRCTC) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Hospitality Monitor পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: ৫৭,০০০ টাকা বেতনে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে মোট ৩৫ টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০৭.২০২৪ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি (SC) এবং এসটি (ST) প্রার্থীদের জন্য ৫ বছরের এবং ওবিসি (OBC) প্রার্থীদের জন্য‌ ৩ বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে।

বেতন (Salary)

এই পদে নিযুক্তদের মাসিক বেতন ৩০,০০০ টাকা হবে।

আরও পড়ুন: SAIL Recruitment 2024: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া-তে বিভিন্ন পদে নিয়োগ চলছে, সরাসরি আবেদন করুন

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদের জন্য আবেদন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনকারী প্রার্থীকে প্রথমে IRCTC এর অফিশিয়াল ওয়েবসাইট irctc.co.in এ যেতে হবে। এরপর সেখান থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তি-এর সাথেই আবেদনের ফর্মটি দেওয়া থাকবে, সেটি প্রিন্ট আউট করে বের করতে হবে। এরপর সেই আবেদনের ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর এই আবেদন ফর্মটি এবং নিজের সমস্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

ওয়াক ইন ইন্টারভিউ-এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

Hospital Monitor পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের B.Sc, BBA এবং MBA ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য নীচে দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: Ayushman Bharat: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে নিয়ে বড় খবর! বাড়ছে বিমার অর্থ

আবেদনের শেষ তারিখ (Last date of application)

আগামী ২২শে জুলাই থেকে ২৬ জুলাই তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।

আরও পড়ুন: ৮০,০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে! বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, কীভাবে পাবেন সুবিধা?

গুরুত্বপূর্ন লিংক (Important Links)