Jio True 5G: দেশের বড় বড় টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষ খুবই অসুবিধার মধ্যে পড়েছে। বেশি টাকা রিচার্জ হওয়ায় অনেকে তা বহন করতে পারছে না। আনলিমিটেড ডাটা প্যাক পাওয়া অনেক ব্যয়বহুল হয়েছে। তবে এখনও কিছু কিছু রিচার্জ প্ল্যানের উপর (Reliance Jio Recharge Plan) আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাচ্ছে।
জিও (Jio)-র তরফ থেকে দুটি দীর্ঘমেয়াদী প্ল্যান লঞ্চ করা হয়েছে সেগুলি হল ৩৫৯৯ টাকা এবং ৩৯৯৯ টাকা। এই প্ল্যান দুটি হল এক বছরের অর্থাৎ ৩৬৫ দিনের বৈধতার। এই প্লান্টে গ্রহণ করলে ফোরজি কানেক্টিভিটি গ্রহণকারী গ্রাহকরা প্রাত্যহিক ২.৫ জিবি করে ডেটা পাবে এবং ফাইভ জি কানেক্টিভিটির গ্রাহকরা আনলিমিটেড ডাটা পাবে।
তবে এর থেকেও কম দামে আরো কয়েকটি রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) রয়েছে সেগুলো হলো ৯৪৯ টাকা, ১০২৮ টাকা, ১০২৯ টাকা এবং ১২৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানগুলোর বৈধতা ৮৪ দিন। সুবিধা হিসেবে এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডাটা পাবে ফোরজি ব্যবহারকারীরা এবং ফাইভ জি কানেক্টিভিটির গ্রাহকরা আনলিমিটেড ডাটা পাবে।
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সংস্থা রাইটসে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন
এগুলি ছাড়াও জিও (Jio)-র আরো একাধিক প্ল্যান রয়েছে সেগুলি হল ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান, ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যান, ৬২৯ টাকার রিচার্জ প্ল্যান, ৭১৯ টাকার রিচার্জ প্ল্যান, ৭৪৯ টাকার রিচার্জ প্ল্যান, ৮৫৯ টাকার রিচার্জ প্ল্যান, ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান, ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান, ১১৯৯ টাকার রিচার্জ প্ল্যান এবং ১৭৯৯ টাকার রিচার্জ প্ল্যান। গ্রাহকরা এই প্ল্যান গুলি রিচার্জ করলে ৫ জি কানেক্টিভিটি যাদের থাকবে তারা আনলিমিটেড ডেটা সুবিধা পাবে।
আরও পড়ুন: Big News: কলেজে অধ্যাপনার জন্য WB SET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল CSC, জেনে নিন বিস্তারিত
জিও (Jio)-র যেসব রিচার্জ প্লানে প্রাত্যহিক ২ জিবি বা তার বেশি ডেটা পাওয়া যায় শুধুমাত্র সেই প্ল্যান গুলিতেই ৫ জি কানেক্টিভিটির গ্রাহকরা আনলিমিটেড ডাটা পাবে। তবে ফাইভ-জি ডাটা যদি ওই এলাকায় না থাকে তাহলে গ্রাহকরা আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবে না।
আরও পড়ুন: Airtel এনেছে একগুচ্ছ আনলিমিটেড 5G ও কলের প্ল্যান! তালিকা দেখে নিন