Jio Unlimited 5G Recharge Plans: সম্প্রতি একাধিক টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান এর দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর এই রিচার্জ প্ল্যান কার্যকর করা হয়েছে চলতি বছর জুলাই মাস থেকে। রিলায়েন্স জিও (Reliance Jio) তে এমন কয়েকটি প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলি গ্রহণ করলে রিচার্জে টাকা অনেকটা সাশ্রয় যাবে। পাশাপাশি আনলিমিটেড ৫ জি ডেটা ব্যবহারের সুযোগও থাকবে।
পূর্বের নিয়ম অনুযায়ী ১.৫ জিবি ডাটা ব্যবহার করলেও গ্রাহকরা আনলিমিটেড ৫ জি ব্যবহারের সুযোগ পেতেন। কিন্তু নতুন নিয়মের পর থেকে শুধুমাত্র প্রতিদিন 2২ জিবি ডেটা ব্যবহার করলে ৫ জি আনলিমিটেড ডাটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
‘ট্রু আনলিমিটেড আপগ্রেড’-এর অধীনে গ্রাহকদের সুবিধার কথা ভেবে নতুন তিনটি কম দামের রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে। জিও (Jio) টেলিকম সংস্থা নতুন যে রিচার্জ প্ল্যান গুলি লঞ্চ করেছে সে গুলি হল ১৫১ টাকা, ১০১ টাকা এবং ৫১ টাকা। রিচার্জ প্ল্যানগুলো গ্রহণ করলে গ্রাহকরা ডাটা প্যাকের পাশাপাশি আনলিমিটেড ৫ জি ডাটা ব্যবহারের সুযোগ পাবে। তবে এই ডেটা প্যাক ব্যবহার করার জন্য আগে থেকেই প্রিপেইড প্ল্যান রিচার্জ করে রাখতে হবে। না হলে এই সুবিধা পাওয়া যাবে না।
নিম্নে ১৫১ টাকা, ১০১ টাকা এবং ৫১ টাকার রিচার্জ প্রাণের সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
জিও-র ১৫১ টাকার রিচার্জ প্ল্যান
জিও (Jio)-র ১৫১ টাকার এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে ফোরজি ব্যবহারকারীদের নয় জিবি ডেটা দেবে এবং যাদের ফাইভ জি কানেক্টিভিটি রয়েছে তারা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাবে।
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সংস্থা রাইটসে চাকরির সুযোগ! বিস্তারিত জেনে নিন
জিও-র ১০১ টাকার রিচার্জ প্ল্যান
জিও (Jio)-র১০১ টাকার এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে ফোরজি ব্যবহারকারীরা পাবে ৬ জিবি ডাটা এবং যাদের ফাইভ-জি কানেক্টিভিটি রয়েছে তারা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাবে।
জিও-র ৫১ টাকার রিচার্জ প্ল্যান
জিও (Jio)-র ৫১ এই টাকার রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে ফোরজি ব্যবহারকারীদের ৩ জিবি ডাটা দেওয়া হবে আর যাদের ফাইভ জি কানেক্টিভেট রয়েছে তারা আনলিমিটেড ডাটা ব্যবহার করার সুযোগ পাবে।
আরও পড়ুন: Big News: কলেজে অধ্যাপনার জন্য WB SET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল CSC, জেনে নিন বিস্তারিত
এর পূর্বে রিলায়েন্স জিও (Jio)-র তরফ থেকে যে ৬১ টাকার আপগ্রেড অ্যাড-অন প্ল্যানটি ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে যেকোনো একটি অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে ৫ জি ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যেত। সঙ্গে পাওয়া যেত ৬ জিবি ডাটা। এখন এটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর পরিবর্তে বিকল্প হিসেবে ১০১ টাকার রিচার্জ প্ল্যানটি চালু করেছে। অর্থাৎ পূর্বের ৬১ টাকার রিচার্জ প্ল্যানের দাম ৪০ টাকা বৃদ্ধি পেয়ে ১০১ টাকা করা হয়েছে।
আরও পড়ুন: Airtel এনেছে একগুচ্ছ আনলিমিটেড 5G ও কলের প্ল্যান! তালিকা দেখে নিন