Kolkata Municipal Corporation Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, বেশ কয়েক ধরনের স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation Recruitment 2024) কর্তৃক বিভিন্ন ধরনের স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। পদের নামগুলি নিম্নরূপ:
- Specialist (G&O)
- Specialist (Medicine)
- Specialist (Paediatrics)
- Specialist (Ophthalmologist)
- Specialist (Cardiology)
- Specialist (ENT)
- Specialist (Orthopaedics)
শূন্য পদ (Vacancy)
পদের নাম | শূন্যপদ |
Specialist (G&O) | 6 |
Specialist (Medicine) | 3 |
Specialist (Paediatrics) | 7 |
Specialist (Ophthalmologist) | 9 |
Specialist (Cardiology) | 4 |
Specialist (ENT) | 7 |
Specialist (Orthopaedics) | 3 |
বয়স সীমা (Age Limit)
এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
দিনে ৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। সপ্তাহে সর্বোচ্চ ৩ দিন কাজ থাকবে এবং প্রতিদিন ৩ ঘন্টা করে কাজ করতে হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
- নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি থেকে আবেদন পত্রের ফরম্যাট সংগ্রহ করতে হবে।
- এরপর আবেদন পত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
- তারপর আবেদন পত্রটিতে নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং একটি সিগনেচার করতে হবে।
- এরপর এই আবেদন পত্রটি নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। এমবিবিএস সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট
গ্র্যাজুয়েশন ডিপ্লোমা/ডিগ্রি থাকা দরকার। বিস্তারিতভাবে জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে অনুরোধ করা হচ্ছে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময় (Date of Interview and Reporting Time)
আগামী ২১.০৬.২০২৪ তারিখে ইন্টারভিউ প্রক্রিয়াটি সংঘটিত হবে। এই দিন সকাল ১১:৩০ থেকে ১২:০০ টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউয়ের স্থান (Venue of Interview)
Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata – 700013
গুরুত্বপূর্ন লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |