Teacher Recruitment: কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Teacher Recruitment: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) খুব শীঘ্রই নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। একাডেমিক ও নন একাডেমিক মিলিয়ে প্রায় কয়েক হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আসুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

একাডেমিকে প্রাথমিক শিক্ষক (PRT), স্নাতকোত্তর শিক্ষক (PGT), প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT) এবং নন একাডেমিকে ক্লার্ক ও পিয়ন পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Google Pay: ১৫,০০০ টাকা পাবেন গুগল পে-র মাধ্যমে, রইলো পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদগুলিতে নিয়োগ সম্পর্কে KVS সংস্থাটি এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। শীঘ্রই KVS-এর অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in-এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। সেখানেই আবেদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে।

আবেদন ফি (Application Fee)

KVS নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আবেদন ফি সম্বন্ধে জানা যাবে। তবে KVS নিয়োগে আবেদনের জন্য সাধারণ (General) এবং ওবিসি (OBC) প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১৫০০ টাকা দিতে হবে। তবে এসসি (SC), এসটি (ST) এবং ইডাব্লিউএস (EWS) প্রার্থীদের আবেদন ফি হিসাবে কোনো টাকা দিতে হবেনা।

আরও পড়ুন: Free Free Free! প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ‘ফ্রি’!  আপনি কী ভাবে পাবেন? রইলো বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

PRT, PGT, TGT শিক্ষকসহ অন্যান্য পদগুলিতে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ এবং নথি যাচাইকরণের জন্য ডাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • PRT পদের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাথমিক শিক্ষায় দুই বছরের ডিপ্লোমা সহ সিনিয়র সেকেন্ডারি পরীক্ষার নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
  • PGT পদের জন্য আবেদনকারী প্রার্থীদের স্নাতকোত্তর পাস করে থাকতে হবে।
  • TGT পদের জন্য আবেদনকারীর প্রার্থীদের ন্যূনতম ৫০% নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।

আরও পড়ুন: UPI Transaction: UPI পেমেন্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-এর! আর পারবেন না যতখুশি লেনদেন করতে

আবেদনের শেষ তারিখ (Last date of application)

KVS নিয়োগ 2024-এর বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সম্বন্ধে জানা যাবে। তবে সূত্রের খবর, আগস্ট মাসেই অর্থাৎ এই মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন: একদম ফ্রি! ১৫ আগস্ট উপলক্ষে পাবেন কেন্দ্রের সার্টিফিকেট! না নিলে পস্তাবেন!কিভাবে পাবেন? রইলো পদ্ধতি

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)