MTS New Recruitment 2023: বর্তমানে আমাদের দেশে অনেক শিক্ষিত চাকরি প্রার্থীরা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। তারা এখনো কোন চাকরি পাইনি। আবার অনেকে গ্রুপ সি ও গ্রুপ ডি এর একাধিক পদে চাকরি করার জন্য বিভিন্ন জায়গায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়ে জানাবো। তবে বর্তমান যুগে উত্তর ডিগ্রিধারী চাকরিপ্রার্থীরাই বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে সেই জায়গায় মাধ্যমিক যোগ্যতায় ভাল চাকরি পাওয়া খুবই কঠিন। তবে আমরা আজকে একটি চাকরির বিষয়ে আলোচনা করব যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন। চলুন এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
North eastern hill University-এর তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। যারা সংশ্লিষ্ট পদে আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলুন। কারণ সময় খুব সীমিত। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে আর কেউ আবেদন জানাতে পারবে না। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
North eastern hill University-এর তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
North eastern hill University-এর তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি এর কইটি পদ রয়েছে গ্রুপ ডি এর কইটি পত্র আছে এবং সে পথ গুলো কি কি সে বিষয়ে সবিস্তারে আলোচনা করা হলো-
১. গ্রুপ B
- Section Officer
- Assistant
- Professional Assistant
- Private Secretary
২. গ্রুপ C
- Lower Division Clerk
- Multi-Tasking Staff
- Statistical Assistant
- Stenographer
- Semi Professional Assistant
- Junior Library Assistant
- Library Attendant
মোট শূন্যপদ (Total Vaccancy
North eastern hill University-এর তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে ক্যাটাগরির ভিত্তিতে আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি এর সবগুলি পদ মিলিয়ে মোট ১৫৪ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে কোন পদে কতগুলি শূন্য পদ রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হলো-
ক্রমিক নম্বর | পদের নাম | মোট শূন্যপদ |
1 | Section Officer | ০৭ |
2 | Assistant | ০৫ |
3 | Professional Assistant | ০১ |
4 | Private Secretary | ০১ |
5 | Lower Division Clerk | ৭৭ |
6 | Multi-Tasking Staff | ৩৬ |
7 | Statistical Assistant | ০১ |
8 | Stenographer | ১৯ |
9 | Semi Professional Assistant | ০২ |
10 | Junior Library Assistant | ০১ |
11 | Library Attendant | ০৪ |
বয়সসীমা (Age Limit)
গ্রুপ সি পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ৩২ বছর হতে হবে। আর গ্রুপ সি পদে যারা আবেদন করতে চায় তাদের বয়স সীমা ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। তবে সংরক্ষিত শ্রেণিদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন (Salary)
North eastern hill University-এর তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর সংশ্লিষ্ট পদ গুলিতে যাদের নিয়োগ করা হবে সরকারি নিয়ম অনুযায়ী লেভেল ১ অনুসারে তাদের মাসিক বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। যারা আবেদন করতে চায় তারা আবেদনের ব্যাপারে সম্পূর্ণ নিয়মটি জেনে নেওয়া ভালো। সমস্ত আবেদন পত্রটি প্রার্থীদের সঠিক ও নির্ভুলভাবে ফিলাপ করতে হবে কারণ অসম্পূর্ণ নির্ভুল আবেদন বাতিল করে গণ্য করা হবে। আবেদনের সময় যদি কারো ক্ষেত্রে টেকনোলজিগত কোন সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অফিশিয়াল নোটিশে উল্লেখিত একটি ইমেইল নম্বরের সাহায্যে যোগাযোগ করতে পারে। এবার যারা আবেদন করতে চায় তারা নির্দিষ্ট সময়ের আগে আবেদনের কাজটি করে ফেলতে হবে নিম্নে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি বলে দেওয়া হল-
- আবেদনের জন্য প্রথমে এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে গিয়ে আবেদনের লিংকে ক্লিক করার পর আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
- এরপর আবেদন পত্রটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- এর সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
- আবেদন পত্র পূরণ করার সময় সম্প্রতি তোলা একটি পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন হবে সেটি আপলোড করতে হবে।
- সবশেষে ফাইনাল সাবমিট করার আগে আবেদন ফি প্রদান করে আবেদনের কাজ সম্পন্ন করতে হবে।
আবেদন ফি (Application fee)
ক্যাটাগরি অনুযায়ী কোন প্রার্থীদের কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে সে ব্যাপারে সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হলো। তবে PwBD ও মহিলা আবেদনকারী প্রার্থীদের কোন প্রকার আবেদন ফি দিতে হবে না।
ক্যাটাগরির নাম | আবেদন ফি |
General/EWS/OBC | ৫০০ টাকা |
SC/ST | ২৫০ টাকা |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
গ্রুপ বি ও গ্রুপ সি পদে আবেদনকারী প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
প্রত্যেকটি পদের জন্য প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার বিবরণ অফিসিয়াল নোটিশে দেওয়া হয়েছে। তবে যে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাগুলি সমস্ত পদের জন্য অপরিহার্য সেই গুলি নিম্নে তুলে ধরা হলো-
- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- কম্পিউটার সম্পর্কে যাবতীয় জ্ঞান থাকতে হবে।
উপরের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা গুলি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হয়েছে। কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই ব্যাপারে সমস্ত বিবরণ অফিসিয়াল নোটিশে তুলে ধরা হয়েছে। তাই এই ব্যাপারে বিশদে জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করুন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা যারা আবেদন করতে চাই তাদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। আবেদনের গুরুত্বপূর্ন তারিখগুলি উল্লেখ করা হলো-
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | ২ ডিসেম্বর ২০২৩ ১১:৫৯ PM পর্যন্ত |
আবেদনপত্রের হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ | ১২ ডিসেম্বর ২০২৩ ০৫:০০ PM পর্যন্ত |
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥WhatApp গ্রুপে যুক্ত হন👉 | জয়েন করুন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
FAQ
North eastern hill University-এর তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর মোট কতগুলি ভিন্ন ভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে?
Ans: মোট ১০ টি ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
Q. North eastern hill University-এর তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর মোট কতগুলো শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: গ্রুপ সি ও গ্রুপ ডি এর সবগুলো পদ মিলিয়ে মোট ১৫৪ টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
Q. North eastern hill University-এর তরফ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর সংশ্লিষ্ট পথগুলিতে আবেদন করার শেষ তারিখ কবে?
Ans: সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করার শেষ সময় হল ২ ডিসেম্বর ২০২৩ তারিখ ১১:৫৯ PM পর্যন্ত।