রাজ্যের BLRO অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মুর্শিদাবাদ বিএলআরও অফিস (Block Land Records Office)-এর তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ৪০ টি। নূন্যতম স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

মুর্শিদাবাদ বিএলআরও অফিস (Block Land Records Office)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: পোস্ট অফিসের GDS পদে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক শূন্যপদের সংখ্যা প্রকাশিত হল, দেখে নিন এক ক্লিকে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

সব মিলিয়ে মোট ৪০ জন প্রার্থীকে শূন্যপদে নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

বেতন (Salary)

যেসব প্রার্থীদের এই চাকরির পদে নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ১১০০০ টাকা করে বেতন প্রদান করা হবে।

আরও পড়ুন: বাড়ল রেশনের পরিমাণ! ফ্রি-তে এ মাসে কত কেজি চাল-গম পাওয়া যাবে? রইলো তালিকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

ইচ্ছুক প্রার্থীরা অফলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in থেকে আবেদন পত্র সংগ্রহ করে সেটি ভালোভাবে নিজের উপযুক্ত তথ্য দ্বারা পূরণ করতে হবে। সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে জমা করে আসতে হবে।

আবেদন পত্র জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়-

Ground floor of the office of the District Magistrate & Collector, Murshidabad

আরও পড়ুন: দু’দফায় লম্বা ছুটি আগস্টে, আনন্দে মাতোয়ারা সরকারি কর্মীরা! দেখুন ছুটির তালিকা

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হলে তারপরে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি অন্যান্য যোগ্যতা হিসেবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিপ্লোমা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদনের শেষ তারিখ হল আগামী ১৩ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।