NABARD Recruitment 2024: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (National Bank for Agriculture and Rural Development) বা NABARD-এর তরফ থেকে অ্যাসিসট্যান্ট ম্যানেজারের (Assistant Manager) পদে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট শুন্য পদের সংখ্যা ১০২টি। চাকরিপ্রার্থীদের আবেদনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যারা ইচ্ছুক অযোগ্য রয়েছেন তারা এই চাকরির জন্য আবেদন করতে পারেন। সময় খুব সীমিত। নিম্নে এই চাকরির ব্যাপারে আরো বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (National Bank for Agriculture and Rural Development) বা NABARD-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
অ্যাসিসট্যান্ট ম্যানেজারের (Assistant Manager) পদে প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: Teacher Recruitment: রাজ্যের স্কুলে একাধিক বিষয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ চলছে, রইলো বিস্তারিত
মোট শূন্যপদ (Total Vacancy)
সবকটি পদ মিলিয়ে মোট শুন্য পদের সংখ্যা ১০২টি।
বয়সসীমা (Age Limit)
১ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (National Bank for Agriculture and Rural Development) বা NABARD এর নির্ধারিত নিয়ম অনুসারে প্রার্থীদের বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য ইচ্ছুক রয়েছে তাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে নাবার্ডের অফিশিয়াল ওয়েবসাইট nabard.org-এ।
আরও পড়ুন: SSC-র মাধ্যমে ২,০০৬ শূন্যপদে গ্রুপ C, D পদে নিয়োগ চলছে, রইলো বিস্তারিত
আবেদন ফি (Application Fee)
আবেদন ফি হিসেবে প্রার্থীদের ৮৫০ টাকা প্রদান করতে হবে। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ১৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের চারটি পর্যায়ের মাধ্যমে নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউ-এই চারটি পর্বের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা যাচাই করে তাদের নির্বাচন করা হবে।
আরও পড়ুন: Ration Card: রাজ্যের বিরাট সিদ্ধান্ত রেশন কার্ড নিয়ে! বদলে গেল পুরো নিয়ম! উপকৃত হবেন সাধারণ মানুষ
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ও অন্যান্য যোগ্যতা হিসেবে কি থাকতে হবে সেই বিষয়ে সবিস্তারে অফিসিয়াল নোটিশ বা ওয়েবসাইটে বলা হয়েছে। বিস্তারিত জানতে সেগুলি ফলো করুন।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
আবেদনের কাজ শুরু হয়েছে ২৭ জুলাই তারিখ থেকে। আবেদন জমা করার শেষ তারিখ হল আগামী ১৫ই আগস্ট পর্যন্ত। আবেদনকারী প্রার্থীদের প্রথম পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে।
আরও পড়ুন: LPG Price: আনন্দে আত্মহারা মানুষ! গ্রাহকদের জন্য মাত্র ৪৫০ টাকায় LPG সিলিন্ডার