National Council of Science Museums Recruitment 2023: আমাদের দেশে এমন অনেক বেকার চাকরি প্রার্থী রয়েছে যারা ভালো একটি চাকরি খুঁজছে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই, কারণ আজকে আমরা এই প্রতিবেদনে ভালো একটি চাকরির ব্যাপারে আপনাদের জানাতে চলেছি। তাই চলুন এই চাকরির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
NATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS– এর তরফ থেকে রাজ্যে জাদুঘরে একধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সঠিক যোগ্যতা থাকলে আপনিও এই চাকরির জন্য আবেদন করতে পারেন।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
NATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS– এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
NATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS– এর তরফ থেকে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো নিম্নরূপ-
- Trainee: (Carpentry)
- Trainee: (Fitter)
- Trainee: (Welder)
- Trainee: (Electronics)
- Trainee: (Computer Science)
বয়সসীমা (Age Limit)
আবেদনের নোটিশে প্রার্থীদের বয়সের সময় সীমা উল্লেখ করা হয়নি। সেই হিসেবে বলা যায় প্রাপ্তবয়স্ক সকলই এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে।
বেতন (Salary)
প্রতিবেদনে উল্লেখিত প্রথম চারটি পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড ১২,০০০/- টাকা এবং Computer Science এই ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড ১৬,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। ভুল ও অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য করা হবে। আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন অথবা আপনাদের সুবিধার্থে নিম্নে আবেদনের লিংক দেওয়া হয়েছে সেখানে গিয়েও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াগুলি নিম্নে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো।
১) আবেদনের জন্য প্রথমে লিংকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
২) এরপর সেটি ভালোভাবে পূরণ করার পর তাতে নিজের পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার করতে হবে।
৩) আবেদন পত্রটি ভালোভাবে পূরণ হয়ে গেলে এর সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সেটি একটি খামে ভরার পর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে জমা করে আসতে হবে।
ঠিকানা (Address)
সংশ্লিষ্ট পদে অফলাইন মাধ্যমে আবেদন করার পর প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় গিয়ে সেটি জমা করে আসতে হবে।
National Council of Science Museums, Block -GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700091
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- এক থেকে চার নম্বর পদের জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক বা সমমানের সাথে প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই যোগ্যতা থাকতে হবে।
- কম্পিউটার সায়েন্সে ৩ বছরের ডিপ্লোমা কোর্স বা NIELIT ‘A’ (পূর্বে DOEACC ‘A’) স্তরের ডিপ্লোমা/ তথ্য প্রযুক্তি থেকে যথাযথভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাচেলর (বিসিএ) ডিগ্রী থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ হল ৪ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন জানাতে হবে অন্যথায় দেরি হয়ে গেলে আবেদনপত্র আর গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন:
👉 ১৫,০০০ টাকা বেতনে ব্লক প্রোগ্রাম কো-অরডিনেটর নিয়োগ চলছে | WB Co-Ordinator Recruitment 2023
👉 ৫০,০০০ টাকা বেতনে বিদ্যুৎ দপ্তরে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন | Powergrid Recruitment 2023
👉 EIL Recruitment 2023: EIL সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ৬০ হাজার টাকা প্রতি মাসে
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥আমাদের গ্রুপে জয়েন করুন👉 | জয়েন করুন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
আবেদন করুন 👉 | এখানে দেখুন |
FAQ
Q. NATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS– এর তরফ থেকে মোট কটি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: মোট ৫ টি ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
Q. NATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS– এর তরফ থেকে সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে হবে কিভাবে?
Ans: সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে।
Q. NATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS– এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ সময় হল ৪ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।