NIOS Recruitment 2023: উচ্চ বেতনে যারা ভালো একটি বেসরকারি চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য ভালো খবর। NIOS-এর তরফ থেকে A, B ও C গ্রুপের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারে। আপনিও যদি বেকার হয়ে থাকেন এবং ভালো একটি চাকরির খোঁজ করেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। আজকে আমরা এই প্রতিবেদনে বেসরকারি চাকরির মধ্যে সবচেয়ে ভালো পদের চাকরি সম্পর্কে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক।
National Institute of Open Schooling (NIOS)-এর তরফ থেকে গ্রুপ এ, বি, সি এর একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বলা হয়েছে। যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলুন। কারণ সময় খুব সীমিত। আবেদনের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে আর কেউ আবেদন করতে পারবে না। নিম্নে সমস্ত পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
National Institute of Open Schooling (NIOS)-এর তরফ থেকে গ্রুপ এ, বি, সি এর একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ (NIOS Recruitment 2023) করা হবে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ নিম্নে উল্লেখ করা হলো-
পদের নাম (Name of the Post)
National Institute of Open Schooling (NIOS)-এর তরফ থেকে গ্রুপ এ, বি, সি এর একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
১. GROUP ‘A’ POSTS
- Deputy Director (Capacity Building Cell)
- Deputy Director (Academic)
- sistant Director (Administration)
- Academic Officer *
২. GROUP ‘B’ POSTS
- Section Officer
- Public Relation Officer
- EDP Supervisor
- Graphic Artist
- Junior Engineer(Electrical)**
৩. GROUP ‘C’ POSTS
- Assistant#
- Stenographer
- Junior Assistant
- Multi Tasking Staff (MTS)#
মোট শূন্যপদ (Total Vacancy)
এক্ষেত্রে প্রত্যেকটি পদে আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। সবকটি পদ মিলিয়ে মোট ৬২ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে প্রত্যেকটি পদ ও মোট শূন্য পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
ক্রমিক নম্বর | পদের নাম | মোট শূন্যপদ |
1 | Deputy Director (Capacity Building Cell) | ০১ |
2 | Deputy Director (Academic) | ০১ |
3 | sistant Director (Administration) | ০২ |
4 | Academic Officer * | ০৪* |
5 | Section Officer | ০২ |
6 | Public Relation Officer | ০১ |
7 | EDP Supervisor | ২১ |
8 | Graphic Artist | ০১ |
9 | Junior Engineer(Electrical)** | ০১ |
10 | Assistant# | ০৪ |
11 | Stenographer | ০৩ |
12 | Junior Assistant | ১০ |
13 | Multi Tasking Staff (MTS)# | ১১ |
বয়সসীমা (Age Limit)
ক্রমিক নম্বর | পদের নাম | বয়সসীমা | বেতন |
1 | Deputy Director (Capacity Building Cell) | ৫০ বছর | ৭৮৮০০ থেকে ২০৯২০০ টাকা |
2 | Deputy Director (Academic) | ৪২ বছর | ৭৮৮০০ থেকে ২০৯২০০ টাকা |
3 | sistant Director (Administration) | ৩৭ বছর | ৬৭৭০০ থেকে ২০৮৭০০ টাকা |
4 | Academic Officer * | ৩৭ বছর | ৫৬১০০ থেকে ১৭৭৫০০ টাকা |
5 | Section Officer | ৩৭ বছর | ৪৪,৯০০ থেকে ১৪২৪০০ টাকা |
6 | Public Relation Officer | ৩৭ বছর | ৪৪,৯০০ থেকে ১৪২৪০০ টাকা |
7 | EDP Supervisor | ৩৭ বছর | ৩৫,৪০০ থেকে ১১২৪০০ টাকা |
8 | Graphic Artist | ৩৭ বছর | ৩৫,৪০০ থেকে ১১২৪০০ টাকা |
9 | Junior Engineer(Electrical)** | ৩০ বছর | ৩৫,৪০০ থেকে ১১২৪০০ টাকা |
10 | Assistant# | ২৭ বছর | ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা |
11 | Stenographer | ২৭ বছর | ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা |
12 | Junior Assistant | ২৭ বছর | ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা |
13 | Multi Tasking Staff (MTS)# | ২৭ বছর | ১৮০০০ থেকে ৫৬,৯০০ টাকা |
বয়সের ছাড় (Age relaxation)
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের আবেদনের জন্য একটি নির্দিষ্ট বয়স সীমা বেধে দেওয়া হয়েছে তবে বর্ষবর থাকলেও সংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে। নিম্নে কোন প্রার্থীদের জন্য কত বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হলো।
ক্রমিক নম্বর | ক্যাটাগরির নাম | বয়সের ছাড় |
1 | SC/ST | ৫ বছর |
2 | OBC (Non-Creamy Layer) | ৩ বছর |
3 | কেন্দ্রীয় সরকার পোস্ট বা প্রদান মিত্র ক্যাডারে যারা টানা ৩ বছর চাকরি করেছে | ৫ বছর |
4 | যারা ০১.০১.১৯৮০ থেকে ৩১.১২.১৯৮৯ পর্যন্ত জম্মু এবং কাশ্মীর রাজ্যে বসবাস করে | ৫ বছর |
5 | প্রতিবন্ধী (i) SC/ST (ii) ওবিসি (এনসিএল) (iii) সাধারণ | ১৫ বছর ১৩ বছর ১০ বছর |
6 | প্রাক্তন সার্ভিসম্যান | ৩ বছর |
আবেদন প্রক্রিয়া (Application Process)
প্রত্যেকটি তার থেকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য তাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে আবেদন করা যাবে। এছাড়া আবেদনের লিংকে ক্লিক করে ডাইরেক্ট সেখান থেকে আবেদন করতে পারেন। আপনাদের সুবিধার্থে নিচে আবেদনের লিংক দিয়ে দেওয়া হয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারে।
আবেদন ফি (Application fee)
ক্যাটাগরীর ভিত্তিতে আবেদনকারী প্রার্থীদের আলাদা আলাদা আবেদন ফি প্রদান করতে হবে। নিম্নে কোন ক্যাটাগরির প্রার্থীদের কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
ক্রমিক নম্বর | ক্যাটাগরির নাম | আবেদন ফি |
1 | গ্রুপ ‘এ’ (ইউআর/ওবিসি) | ১৫০০ টাকা |
2 | গ্রুপ ‘বি’ ও ‘সি’ (ইউআর/ওবিসি) | ১২০০ টাকা |
3 | গ্রুপ ‘A’ (SC/ST/EWS) | ৭৫০ টাকা |
4 | গ্রুপ ‘বি’ (SC/ST) | ৭৫০ টাকা |
5 | গ্রুপ ‘বি’ ও ‘সি’ (ইডব্লিউএস) | ৬০০ টাকা |
6 | গ্রুপ ‘সি’ (SC/ST) | ৫০০ টাকা |
এছাড়াও সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের অনলাইন প্রসেসিং ফি হিসেবে ৫০ টাকা প্রদান করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবে তাদের আবেদনের ভিত্তিতে একটি লিস্ট প্রকাশ করা হবে। এরপর written examination/Computer Based Test (CBT) এবং interview-এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করে সংশ্লিষ্ট পদ গুলিতে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
শিক্ষাগত যোগ্যতার জন্য প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এরপর স্নাতক থেকে স্নাতকোত্তার পর্যন্ত প্রার্থীরা সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে পারবে। আর অন্যান্য যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা সহ কম্পিউটার সম্পর্কে যাবতীয় জ্ঞান থাকা আবশ্যক। এর সঙ্গে সঙ্গে প্রার্থীদের হিন্দি ও ইংলিশ ভাষায় দক্ষ হওয়ার সঙ্গে সঙ্গে যাবতীয় জ্ঞান থাকতে হবে। এছাড়া প্রত্যেকটি পদে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে আপনাদের সুবিধার্থে অফিশিয়াল নোটিশিয়াল লিঙ্ক নিচে দিয়ে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
আবেদন শুরুর তারিখ | ৩০ নভেম্বর ২০২৩, ১১:০০ আম |
আবেদনের শেষ তারিখ | ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯PM পর্যন্ত |
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
WhatsApp গ্রুপে জয়েন করুন👉 | যুক্ত হন |
অফিসিয়াল ওয়েবসাইট👉 | এখানে দেখুন |
আবেদন করুন👉 | এখানে দেখুন |
FAQ
Q. National Institute of Open Schooling (NIOS)-এর তরফ থেকে মোট কতগুলি পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: এক্ষেত্রে মোট ১৩ টি ভিন্ন ভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে।
Q.National Institute of Open Schooling (NIOS)-এর তরফ থেকে মোট কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans:
Q. National Institute of Open Schooling (NIOS)-এর সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের শেষ তারিখ কত?
Ans: সংশ্লিষ্ট পদ গুলোতে আবেদনের শেষ তারিখ হল ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯PM পর্যন্ত।