দারুণ খবর! আর দাঁড়াতে হবে না রেশন লাইনে! জনসাধারণের জন্য বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

রেশন দোকানে গিয়ে রেশন (Ration) নিতে গ্রাহকদের প্রায়শই হয়রানি শিকার হয়। তাই এবার রেশন গ্রাহকদের কথা ভেবে খাদ্য দপ্তরে (Food and Supply Department) তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হল। কেউ যদি রেশন কার্ডের (Ration Card) ঠিকানা বা ডিলার বা ফোন নম্বর পরিবর্তন করতে চায় তার জন্য এবার খুব বেশি খাটনি করতে হবে না, বাড়িতে বসে সেটি করা যাবে।

খাদ্য দপ্তরের (Food and Supply Department) পক্ষ থেকে প্রকাশ করা এই নির্দেশটি সমস্ত জেলা শাসকদের নির্দেশ দিয়ে প্রচার বৃদ্ধি করতে বলা হয়েছে। খাদ্য দপ্তরের (Food and Supply Department) তরফ থেকে জানানো হয়েছে যদি কোন ব্যক্তি তার রেশন কার্ডে থাকা ঠিকানা, রেশন ডিলার অথবা ফোন নম্বর পরিবর্তন করতে চায় তাহলে তার জন্য তাকে রেশন অফিসে যেতে হবে না, বাড়িতে বসে সেটি করা যাবে।  

বাড়িতে বসে অনলাইনে এই কাজটি করার জন্য কোন ফর্ম ফিলাপও করতে হবে না। অনলাইনে এই কাজটি করার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটি হল আপনার ফোন নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। আর তাহলেই বাড়িতে বসে আপনি স্মার্ট ফোনের মাধ্যমে আপনার রেশন কার্ড (Ration Card) সংশোধন বা সংযোজন করতে পারবেন।

এখানেই শেষ নয়। যদি কেউ ই-রেশন কার্ড ডাউনলোড করতে চান তাহলে সেটিও অনলাইনেই করা যাবে। নিম্নে সেই পদ্ধতি উল্লেখ করা হলো-

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

১) প্রথমে গ্রাহকদের রেশন কার্ড (Ration Card) সংশোধনের (Correction) জন্য food.wb.gov.in-এ লগইন করতে হবে।

২) সেখান থেকে সেল্ফ সার্ভিস ফর রেশন কার্ড অপশনে ক্লিক করতে হবে।

৩) এতে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।

৪) এতে একটি নতুন পেজ ওপেন হবে।

৫) তারপর আপনার মোবাইল নম্বরে আসবে ওটিপি।

৬) আর এই নতুন পেজেই রেশন কার্ড (Ration Card) সংশোধন করা যাবে।

খাদ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী যদি এই নিয়ম কার্যকর করা হয়, তাহলে সাধারণ মানুষের হয়রানি অনেকটা কমবে, বাড়িতে থেকেই রেশন কার্ডের একাধিক সংযোজন ও সংশোধনের কাজ করা যাবে।