খুশির খবর! আর ১,০০০ টাকায় নয় এবার মাত্র ৫০০ টাকায় LPG গ্যাস! জানুন বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

LPG Price Today: আজ থেকে দশ কুড়ি বছর আগেও রান্নার জন্য কাঠ, কয়লা এবং কেরোসিনের উপরেই নির্ভর করে থাকতে হত। বিশেষ করে কিছু বর্গের মানুষের রান্নার জন্য এর থেকে ভালো বিকল্প আর ছিল না বললেই চলে।

এরপরও কিছু বছর পরে এলপিজি (LPG)-এর ব্যবহার কিছু জায়গায় হলেও, সবার এলপিজি ব্যবহার করার সাধ্য ছিল না।

২০১৪ সালে নরেন্দ্র মোদি (Shri Narendra Modi) প্রথমবার প্রধানমন্ত্রীর (Prime Minister) পদে শপথ গ্রহণ করেন। ক্ষমতায় আসার পর তিনি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষজনও যাতে রান্নার গ্যাস ব্যবহার করার সুযোগ পান সেইজন্য একটি যোজনার কথা ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Pradhan Mantri Ujjwala Yojana-PMUY)।

আরও পড়ুন: Teacher Recruitment: কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ভর্তুকি হিসাবে ৩০০ টাকা করে এই যোজনায় দেওয়া হত। সাধারণ মানুষদের সিলিন্ডার প্রতি ৯০৩ টাকা দাম দিতে হয়।

তবে এবার থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্রাহকেরা ১৪.৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার পাবেন মাত্র ৫০০ টাকায়। এরকমই একটি বড়সড় ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী (Haryana Chief Minister) নায়ব সিং সৈনি (Nayab Singh Saini)।

তিনি ঘোষণা করেছেন পরিবার পিছু রান্নার সিলিন্ডার গ্যাসের জন্য ৫০০ টাকা করে উজ্জলা যোজনার লভ্যার্থীরা পাবেন।

আরও পড়ুন: Google Pay: ১৫,০০০ টাকা পাবেন গুগল পে-র মাধ্যমে, রইলো পদ্ধতি

হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন যে এই যোজনার আওতায় তারাই সুবিধা পাবেন যাদের পরিবারের বার্ষিক আয় ১.৮০ লক্ষ টাকার কম। সূত্র মারফত জানা যাচ্ছে, হরিয়ানায় এরকম পরিবারের সংখ্যা ৪৬ লক্ষেরও বেশি রয়েছে।

২০১৬ সালের ১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাটি কার্যকর করেছিলেন। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই যোজনাটিতে শুধুমাত্র ৩০০ টাকা করেই ভর্তুকি দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন: Free Free Free! প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ‘ফ্রি’!  আপনি কী ভাবে পাবেন? রইলো বিস্তারিত

এই বছর নতুন ফাইন্যানশিয়াল ইয়ারের শুরুতে অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে ঘোষণা করা হয়েছে উজ্জ্বলা যোজনার ভর্তুকি ২০২৫ সালের ৩১ শে মার্চ পর্যন্ত দেওয়া হবে।

এই যোজনার দ্বিতীয় পর্যায় অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ শুরু হচ্ছে। এখনও যারা এই যোজনার সুবিধা পাননি, তারা অবিলম্বে এই যোজনায় আবেদন করে নিন।

আরও পড়ুন: UPI Transaction: UPI পেমেন্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-এর! আর পারবেন না যতখুশি লেনদেন করতে