NSOU Recruitment 2024: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (Netaji Subhas Open University) অর্থাৎ এনএসওইউ (NSOU) কর্তৃক শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
স্কুল অফ প্রফেশনাল স্টাডিজের জন্য ফ্যাকাল্টি পদে নিয়োগ করা হবে। এখানে মাত্র দুটি শূন্যপদ রয়েছে। নিযুক্ত প্রার্থীদের অর্থনীতি বিষয়টি পড়াতে হবে। এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৬৮ বছরের মধ্যে হতে হবে।
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইকোনমিক্স সাবজেক্টের অ্যাসোসিয়েট প্রফেসর বা অবসরপ্রাপ্ত প্রফেসর হতে হবে।
পাশাপাশি ইকোনমিক্সে স্নাতকোত্তরের পর পিএইচডি এবং কমপক্ষে পাঁচটি প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে। এছাড়াও সেই সমস্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের ‘এসএলএম’ লেখার অভিজ্ঞতা রয়েছে।
এই পদে আবেদন করার জন্য কোনো আবেদন পত্র পাঠাতে হবে না। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের (Netaji Subhas Open University) হেড কোয়ার্টার সল্টলেকে আগামী ২৩ জুলাই দুপুর ৩ টের সময় ইন্টারভিউ নেওয়া হবে।
যারা এই পদের জন্য আগ্রহী তাদের ইন্টারভিউয়ের দিন নিজের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথিপত্র সহ দুপুর ২:৩০ এর মধ্যে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে। বিস্তারিতভাবে জানার জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের (Netaji Subhas Open University) অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: সরাসরি মালদা মেডিক্যাল কলেজে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত
গুরুত্বপূর্ণ লিংক (Important Links):
Official Notification | Click Here |
Official Website | Click Here |
আরও পড়ুন: ১,০৪০ শূন্যপদে সরাসরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ চলছে, জানুন বিস্তারিত