অষ্টম পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

Office of The district Judge, Bankura-এর তরফ থেকে ক্লার্ক সহ গ্রুপ ডি এর একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে পারবে। আবেদনের কাজ ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে। যারা আবেদনে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে ফেলুন। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Office of The district Judge, Bankura-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

যেসব চাকরির পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) Upper Division Clerk

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

২) Lower Division Clerk

৩) Seal Bailiff

৪) Process Server

৫) Group D (Peon/Nigh-Guard/Farash)

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলো পদ মিলিয়ে মোট ৯৯ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।

বেতন (Salary)

প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে তবে সর্বনিম্ন ১৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৭৪,৫০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট চাকরির পদ আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট www.calcuttahighcourt.gov.in অথবা bankura.dcourts.gov.in থেকে।

আবেদন ফি (Application Fee)

প্রত্যেকটি পদের জন্য আবেদন ফি-র পরিমাণ আলাদা আলাদা রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

যারা এই চাকরির জন্য আবেদন করবে তাদের প্রথম একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

প্রত্যেকটি পদে আবেদনের জন্য আলাদা আলাদা শিক্ষকতা যোগ্যতা লাগবে। অন্যতম অষ্টম শ্রেণী পাশ থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের স্নাতক পাস হতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

২৪.০৬.২০২৪ তারিখ মধ্যরাত্রি পর্যন্ত প্রার্থীরা এই চাকরির পদে আবেদন করতে পারবে।

এছাড়াও চাকরি সম্পর্কে আরও একাধিক তথ্য জানতে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট bankura.dcourts.gov.in ফলো করুন।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Leave a Comment