একদম ফ্রি! ১৫ আগস্ট উপলক্ষে পাবেন কেন্দ্রের সার্টিফিকেট! না নিলে পস্তাবেন!কিভাবে পাবেন? রইলো পদ্ধতি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

লক্ষ লক্ষ বিপ্লবীদের আত্মত্যাগের মাধ্যমেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ক্ষুদিরাম বসু থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস -এর মতো বীর বিপ্লবীদের সংগ্রামের ফলেই ভারতবর্ষে ২৫০ বছরের ইংরেজ শাসনের অবসান ঘটেছিল। শেষমেষ ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে।

স্বাধীনতা দিবস উপলক্ষে সার্টিফিকেট

১৫ আগস্ট সারা দেশ জুড়ে নিষ্ঠা ভরে স্বাধীনতা দিবস পালন করা হয়। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার প্রতি বছরই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন।

সেরকমই কেন্দ্রীয় সরকার এই বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অভিনব উদ্যোগ নিয়েছে। প্রত্যেক ভারতবাসীর জন্য একটি বিশেষ সার্টিফিকেট নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই সার্টিফিকেটটি আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে মাত্র ১ মিনিটেই ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: আর দাঁড়াতে হবে না লাইনে! এবার কার্ড ঘষলেই পাবেন রেশন, চালু হল রাইস এটিএম

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

সার্টিফিকেটটি ডাউনলোড করবেন কীভাবে?

(১) প্রথমে আপনাকে harghartiranga.com এই ওয়েবসাইটটিতে যেতে হবে।

(২) ওয়েবসাইটটিতে গিয়ে Take Pledge অপশনে ক্লিক করতে হবে।

(৩) আপনার সামনে এরপর একটি পেজ খুলে যাবে।

(৪) কীভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন সেটি এই পেজে বিস্তারিতভাবে বলা রয়েছে।

(৫) সেখান থেকে আবার Take Pledge অপশনে ক্লিক করতে হবে।

(৬) তারপর নতুন একটি পেজ খুলে যাবে।

আরও পড়ুন: গ্রাহকদের ক্ষোভ মেটাতে বিশাল সস্তার প্ল্যান আনলো Jio! মাত্র ১৭২ টাকায় প্রচুর সুবিধা

(৭) সেই নতুন পেজে আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর, রাজ্যের নাম ইত্যাদি ইনপুট করতে হবে।

(৮) তারপর আপনাকে আপনার একটি ছবি আপলোড করতে হবে।

আরও পড়ুন: Teacher Recruitment: অবশেষে ৩৫,০০০-এরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কারা আবেদন করবেন?

(৯) এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে।

তবে এই সার্টিফিকেটটি আপাতদৃষ্টিতে কোনো কাজে হয়তো লাগবে না। কিন্তু প্রত্যেক ভারতবাসীর স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু না কিছু কর্তব্য থাকে। এই সার্টিফিকেটটি সেই কর্তব্য পালনেরই প্রতীক। এই সার্টিফিকেটটি মূলত একজন ভারতবাসী হিসেবে নিজের কর্তব্য পালন করার শপথ হিসেবে সরকার নিয়ে থাকে।

আরও পড়ুন: সরাসরি রাজ্যের পৌরসভাতে নতুন করে কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন