রাজ্যে সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার রাজ্যের একই জেলার ব্লকে ব্লকে (BDO) কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের Office of the District Magistrate & Collector কর্তৃক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করা হবে। আসুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

পশ্চিমবঙ্গ সরকারের Office of the District Magistrate and Collector, Paschim Medinipur District কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

পশ্চিম মেদিনীপুর জেলার ৯ টি ব্লকের (BDO) মিড-ডে-মিল বিভাগ বা পিএম পোষনের (PM POSHAN) অধীনে Assistant Accountant পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

মোট ৯ টি শূন্যপদ রয়েছে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বয়স সীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীদের বয়স ৩০.০৬.২০২৪ তারিখের হিসেবে ৬৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ১১,০০০ টাকা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সেই কারণে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে নিজের সমস্ত জরুরি নথিপত্রের জেরক্স কপি ও অরিজিনাল কপি নিয়ে উপস্থিত থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা (Others Qualification)

এই পদে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের অধীনের সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময় (Date & Time of Interview)

১২.০৭.২০২৪ তারিখে সকাল ১০:৩০ থেকে ইন্টারভিউ শুরু হবে।

ইন্টারভিউয়ের স্থান (Venue of Interview)

মিড ডে মিল সেকশন অফিস কালেক্টর, পশ্চিম মেদিনীপুর।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

৩৫,০০০ টাকা বেতনে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ডেটা ম্যানেজার পদে নিয়োগ চলছে, রইলো প্রক্রিয়া সহ বিস্তারিত

School Holiday List July 2024: জুলাই মাসে কত দিন ছুটি থাকবে? কবে কবে বন্ধ স্কুল-কলেজ ? দেখুন তালিকা

Punjab National Bank Recruitment 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

মহিলা ও পুরুষদের ৬,০০০ টাকা করে দেবে কেন্দ্র সরকার! কারা কী ভাবে পাবেন? জেনে নিন বিস্তারিত

Aadhaar Card কাদের বাতিল হচ্ছে? কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র সরকার

Leave a Comment