PM Svanidhi Yojana: এবার আধার কার্ড দিয়েই সরকারি লোন পাবেন! ৫ থেকে ৫০,০০০ টাকাতে লাগবে না কোনো গ্যারান্টার

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

PM Svanidhi Yojana: অনেক সময় বিভিন্ন কাজের জন্য আমাদের লোন নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু হঠাৎ লোন (Loan) পেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। সহজে লোন (Loan) পাওয়া যায় না। তবে সেই চিন্তার দিন শেষ কারণ কেন্দ্রীয় সরকার (Government of India) সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে এবার নতুন একটি প্রকল্প চালু করেছে। আর এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ ৫০,০০০ টাকা পর্যন্ত লোন (Loan) নিতে পারবে।

প্রকল্পের নাম ও বিবরণ

কেন্দ্রীয় সরকারের (Government of India)  চালু করা এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা বা PM Street Vendor’s Atmanirbhar Nidhi Yojna। কেন্দ্রীয় সরকারের (Government of India)  তরফ থেকে এই প্রকল্পটি সাধারণ মানুষেকে লোনের (Loan) সুবিধা প্রদান করার জন্য চালু করা হয়েছে।

কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য?

যারা ট্রেনে বাসে বা ফুটপাতে খুব কম দামে জিনিসপত্র বিক্রি করে থাকেন অথবা যেসব সাধারন মানুষ ছোটখাটো ব্যবসা করেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

কত টাকা পর্যন্ত ঋণের সুবিধা পাওয়া যাবে?

কেন্দ্রীয় সরকারের (Government of India)  এই প্রকল্পের মাধ্যমে খুবই অল্প পরিমাণ সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে। ছোট ব্যবসায়ীরা যাতে তাদের পুরনো ব্যবসা ছোট থেকে বড় করতে পারে অথবা নতুন কোন ব্যবসা শুরু করতে পারে তার জন্য প্রদান করা হয়ে থাকে।

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

আবেদন প্রক্রিয়া

১) এই প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

২) সেখানে গিয়ে pmsvanidhi.mohua.gov.in এই লিংকে ক্লিক করে ‘Apply LoR Cum Loan‘ অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর ওটিপির অপশন দেখা যাবে সেখানে ক্লিক করে ফোনে একটি ওটিপি আসবে সেটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। এভাবে ভেরিফাই করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৪)  এরপর ভেন্ডার ক্যাটাগরি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে।

৫) পরবর্তী ধাপে Fill Application Form অপশনে ক্লিক করে নিজের আধার কার্ড ভেরিফাই করে নিতে হবে।

৬) এরপর নির্দেশ অনুযায়ী নিজের সকল তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

৭) এরপর নিজের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

৮) পরিশেষে Submit Application অপশনে ক্লিক করে আবেদনের কাজ শেষ করতে হবে।

লোন কিভাবে পরিশোধ করতে হবে?

কেন্দ্রীয় সরকারের (Government of India)  তরফ থেকে এই লোন (Loan) প্রদান করা হয়ে থাকে এক বছরের মেয়াদে। যদি কেউ এই লোন (Loan) গ্রহণ করে তাহলে তাকে এক বছরের মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। যদি কোন ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে লোন (Loan) পরিশোধ করে তাহলে এই প্রকল্পের মাধ্যমে তার পরবর্তী লোন (Loan) নেওয়া সহজ হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

Punjab National Bank Recruitment 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ! রইলো আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ! কোন কোন পড়ে নিয়োগ হবে? জানুন বিস্তারিত

রাজ্যে সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

মহিলা ও পুরুষদের ৬,০০০ টাকা করে দেবে কেন্দ্র সরকার! কারা কী ভাবে পাবেন? জেনে নিন বিস্তারিত

Aadhaar Card কাদের বাতিল হচ্ছে? কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র সরকার

Leave a Comment