পোস্ট অফিসের GDS পদে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক শূন্যপদের সংখ্যা প্রকাশিত হল, দেখে নিন এক ক্লিকে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পোস্ট অফিসে GDS পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই পোস্ট অফিসের GDS পদে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে।

পোস্ট অফিসের জিডিএস GDS পদে সারা দেশ জুড়ে মোট ৪৪,২২৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের মধ্যে ২৫১৪ টি শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গে।

পশ্চিমবঙ্গের জেলা অনুযায়ী শূন্যপদের তালিকা নীচে উল্লেখ করা হল।

বারুইপুর বিভাগ – ২২৩ টি

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

মুর্শিদাবাদ বিভাগ – ১৯৮ টি

বাঁকুড়া বিভাগ – ১৯০ টি

মেদিনীপুর বিভাগ – ১৬৮ টি

বারাসাত বিভাগ – ১৬৫ টি

পুরুলিয়া বিভাগ – ১৩৮ টি

আরও পড়ুন: বাড়ল রেশনের পরিমাণ! ফ্রি-তে এ মাসে কত কেজি চাল-গম পাওয়া যাবে? রইলো তালিকা

তমলুক বিভাগ – ১২৯ টি

মালদা বিভাগ – ১২২ টি

নাদিয়া নর্থ বিভাগ – ১০৮ টি

বীরভূম বিভাগ – ১০২ টি

কনটাই বিভাগ – ৮৭ টি

কোচবিহার বিভাগ – ৭৭ টি

আরও পড়ুন: Indian Railway: এবার নতুন নিয়ম ট্রেনের টিকিটে, জেনারেল টিকিটেও কার্যকরী এই নিয়ম

উত্তর দিনাজপুর বিভাগ – ৭৭ টি

হুগলী উত্তর বিভাগ – ৭২ টি

হাওড়া বিভাগ – ৬০ টি

আসানসোল বিভাগ – ৫৫ টি

হুগলী দক্ষিন বিভাগ – ৫৫ টি

জলপাইগুড়ি বিভাগ – ৫২ টি

নাদিয়া দক্ষিন বিভাগ – ৪৭ টি

A N Island বিভাগ- ৪৪ টি

সিকিম বিভাগ – ৩৫ টি

দার্জিলিং বিভাগ – ২১ টি

কলকাতা উত্তর বিভাগ- ২১ টি

আরও পড়ুন: দু’দফায় লম্বা ছুটি আগস্টে, আনন্দে মাতোয়ারা সরকারি কর্মীরা! দেখুন ছুটির তালিকা

ব্যারাকপুর বিভাগ – ২০ টি

বীরভূম বিভাগ -১০ টি

RMS Sg বিভাগ – ১০ টি

RMS WB বিভাগ – ১০ টি

কলকাতা RMS বিভাগ – ৬ টি

দক্ষিণ কলকাতা বিভাগ – ৫ টি

RMS H বিভাগ – ৩ টি

কলকাতা পূর্ব বিভাগ- ১ টি

পোস্ট অফিসের GDS পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কে অবশ্যই দশম শ্রেণী পাস করে থাকতে হবে। দশম শ্রেণীতে গণিত এবং ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক। এছাড়াও আবেদনকারী প্রার্থীদেরকে সাইকেল চালানো জানতে হবে।

এই পদের জন্য আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

আরও পড়ুন: BSNL Recharge Plan: বিএসএনএল-এর ২০০ টাকার কমে রিচার্জ প্ল্যানে রয়েছে প্রচুর সুযোগ সুবিধা! দেখুন তালিকা

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ১৫ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন মূল্য হিসেবে প্রার্থীদেরকে ১০০ টাকা দিতে হবে। দশম শ্রেণীর ফলাফলের ভিত্তিতে এই পদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

আরও পড়ুন: WBSSC: কারা অযোগ্য? নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিক তালিকা জমা দিল এসএসসি