Post Office Scheme: পোস্ট অফিস (Post Office)-এর একাধিক স্কিমে মোটা টাকা অর্থপ্রাপ্তির সঙ্গে সঙ্গে নিরাপদ বিনিয়োগের সুবিধা পাওয়া যায়। স্বয়ং কেন্দ্রীয় সরকার এই স্কিম গুলির দেখভাল করে থাকেন, ফলে এতে ঝুঁকির সম্ভাবনা থাকে না।
আজকে আমরা এই প্রতিবেদনে পোস্ট অফিসের এমন ৮ টি স্কিমের ব্যাপারে জানাবো যেখানে বিনিয়োগ করলে ৭ শতাংশের বেশি সুদ পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)
এই স্কিমে বিনিয়োগ করলে ১৫ বছরের মেয়াদে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। পাশাপাশি চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধাও রয়েছে। এখানে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
আরও পড়ুন: আপনার এলাকায় BSNL-র নেটওয়ার্ক আছে কি না কী ভাবে দেখবেন? সহজ পদ্ধতি জেনে নিন
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)
৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য পোস্ট অফিসের এই স্কিম চালু করা হয়েছে। বর্তমানে এই স্কিমে সুদের হার পাওয়া যায় ৮.২% হারে। সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ৩০ লক্ষ টাকা।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)
এই স্কিমে এককালীন বিনিয়োগ করতে হয় এবং পেনশনের মত গ্রাহকরা প্রতিমাসে এর থেকে সুদ পান। বর্তমানে এই স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ।
পোস্ট অফিস টাইম ডিপোজিট (Post Office Time Deposit Scheme)
এই স্কিমের অপর নাম ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট স্কিম। এই স্কিমের মেয়াদ হলো ৩ বছর। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই স্কিমের উপর ৭.১ শতাংশ হারে সুদের দেওয়া হয়।
পোস্ট অফিস কিষান বিকাশ পত্র (Post Office Kishan Bikash Patra)
এই স্কিমটি পোস্ট অফিসের এমন একটি স্কিম যেখানে বিনিয়োগ করলে ১১৩ মাসে বিনিয়োগকারীর টাকা দ্বিগুণ হয়ে যায়। এই স্কিমের সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। বর্তমানে এই স্কিমের উপর ৭.৫% হারে সুদ পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Jio, Airtel থেকে BSNL-এ পোর্ট করবেন কী ভাবে? কী কী সুবিধা পাবেন? রইলো পদ্ধতি
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate)
এটি এমন একটি স্কিম যেখানে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা ৮০সি-এর অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। বর্তমানে এই স্কিমের উপর ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এছাড়াও এই স্কিমে বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা পাওয়া যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই স্কিমটি চালু করা হয়। ১০ বছরের কম বয়সী মেয়েদের নামে এই একাউন্ট খোলা যাবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বর্তমানে এই স্কিমের উপর ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: UGC: ২২টি ভাষায় ২২ হাজার বই তৈরি করার উদ্যোগ! পড়ুয়াদের সমস্যা সমাধানে বড় উদ্যোগ ইউজিসি-র
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Samman Savings Certificate)
এই স্কিমটি শুধুমাত্র মহিলাদের বিনিয়োগের উদ্দেশ্যে চালু করা হয় যেখানে এককালীন বিনিয়োগ করলে পরবর্তীতে সুবিধা পাওয়া যায়। বর্তমানে এই স্কিমের সুদের হার হল ৭.৫ শতাংশ।