Powergrid Recruitment 2023: বর্তমানে আমাদের দেশ এখন বেকারত্ব ভরপুর। সরকারি হোক বা বেসরকারি যেকোনো চাকরি পাওয়া যেন আকাশ ছোঁয়া হয়ে গেছে। দেশে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার বেকার শিক্ষিত যুবক-যুবতীরা তাদের হাতে কোন চাকরি নেই। অনেকে ভালো একটি চাকরির আশায় রয়েছে কিন্তু সেই রকম মনের মত কোন চাকরির সন্ধান পাচ্ছে না। আপনিও যদি সেই জায়গায় থেকে থাকেন অর্থাৎ ভালো একটি চাকরির সন্ধান করেন তাহলে আমরা আজকে এই প্রতিবেদনে আপনাকে সেই বিষয়েই জানাবো। আজকে আমরা এই প্রতিবেদনে আপনার জন্য ভাল একটি চাকরির সন্ধান নিয়ে এসেছি যেখানে আবেদন করলে আপনি যদি সংশ্লিষ্ট পদে নিয়োগ হয়ে যেতে পারেন তাহলে মোটা অংকের বেতন পাবেন। চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
Power Grid Corporation of India Limited (PGCIL)– এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Officer Trainee (Law) পদে আবেদন করার (Recruitment of Officer Trainee (Law) – CLAT 2024) জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে ভারতের যেকোন প্রান্তের যোগ্য ছেলেমেয়ে নির্বিশেষে সকলে এই পদে আবেদন করতে পারে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
Power Grid Corporation of India Limited (PGCIL)– এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
Power Grid Corporation of India Limited (PGCIL)– এর তরফ থেকে Officer Trainee (Law) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ১০টি। তবে ক্যাটাগরির ভিত্তিতে শূন্য পদের সংখ্যা আলাদা আলাদা রয়েছে। নিম্নে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
ক্রমিক নম্বর | ক্যাটাগরির নাম | মোট শূন্যপদ |
1 | UR | ৫ |
2 | EWS | ১ |
3 | OBC(NCL) | ২ |
4 | SC | ১ |
5 | ST | ১ |
বয়সসীমা (Age Limit)
২৯.১১.২০২৩ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে তাহলে সে Power Grid Corporation of India Limited (PGCIL)– এর Officer Trainee (Law) পদে আবেদন করতে পারবে। হিসেব অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের ২৯.১১.১৯৯৬ থেকে ২৯.১১.২০০৫ এর মধ্যে জন্ম হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে নিম্নে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
ক্যাটাগরির নাম | বয়সের ছাড় |
OBC(NCL) | ৩ বছর |
SC/ST | ৫ বছর |
PwBD | ১০ বছরের বেশি এবং তার উপরে বিভাগ শিথিলকরণ |
Ex-Servicemen/ Victims of riots | ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী |
বেতন (Salary)
Officer Trainee (Law) পদে ট্রেনিং চলাকালীন অবস্থায় প্রার্থীদের মোটা অংকের টাকা বেতন দেওয়া হবে। এই সময় প্রতিটি নিয়োগকারী প্রার্থী মাসিক ৪০ হাজার টাকা বেতন পাবে। আর ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর নিয়োগকারী প্রার্থীরা যখন সফলভাবে নিজেদের পথে যোগদান করবে তখন তাদের বেতন মাসিক ৫০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
Officer Trainee (Law) পদে (Recruitment of Officer Trainee (Law) – CLAT 2024) আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ হল ২৯ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। সকল প্রার্থীদের এই তারিখের মধ্যে নিজেদের অনলাইন আবেদনের কাজ সম্পূর্ণ করতে হবে। দেরি হয়ে গেলে আর আবেদন গ্রহণযোগ্য হবে না। consortiumofnlus.ac.in এই ওয়েবসাইটে গিয়ে সকল প্রার্থীকে আবেদন করতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে নিচে আবেদনের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে সরাসরি লিঙ্কে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করতে পারেন। প্রক্রিয়াটি নিম্ন সম্পন্ন আলোচনা করা হলো-
- সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রথমে এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে গিয়ে নিজের একটি বৈধ ফোন নম্বর ও একটি বৈধ ইমেইল আইডির সাহায্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এটি প্রত্যেক আবেদনকারীর ক্ষেত্রে বাধ্যতামূলক যদি এমন হয় যে কোন আবেদনকারীর কাছে তার বৈধ ফোন নম্বর বা ইমেল আইডি নেই তাহলে তৎক্ষণাৎ সেটি নতুন ভাবে ক্রিয়েট করে তবে আবেদন করতে হবে নচেৎ সে আবেদনের জন্য গ্রহণযোগ্য হবে না।
- এরপর আবেদন পত্রের ফর্মটি ওপেন করে সেটি প্রথমে ডাউনলোড করতে হবে।
- এরপর নিজের উপযুক্ত তথ্য দ্বারা নির্ভুলভাবে সেটি পূরণ করতে হবে।
- এর সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনার নিজস্ব স্বাক্ষর ও একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি প্রদান করতে হবে।
- এরপর আবেদনপত্রের কাজ সঠিকভাবে সম্পন্ন হলে সেটি ফাইনাল ভাবে সাবমিট করতে হবে।
আবেদন ফি (Application fee)
আবেদনকারী প্রার্থীদের Officer Trainee (Law) পদে আবেদন করার (Recruitment of Officer Trainee (Law) – CLAT 2024) পর আবেদন ফি হিসেবে ৫০০ টাকা প্রদান করতে হবে। এই টাকা শুধুমাত্র অনলাইন মাধ্যমে কাটাতে হবে। এছাড়া অন্য কোন মাধ্যম থেকে টাকা কাটানো হলে সেটি গ্রহণযোগ্য হবে না। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য আবেদন ফির ক্ষেত্রে ছাড় রয়েছে। SC/ST/PwBD/Ex-SM/DEx-SM ক্যাটাগরির প্রার্থীদের কোন প্রকার আবেদন ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেসব নথিপত্রগুলি লাগবে সেগুলো হল নিম্নরূপ-
ক্রমিক নম্বর | ডকুমেন্টস | সাইজ |
1 | Recent passport size color photograph | 50 KB |
2 | Signature | 50 KB |
3 | Birth certificate | 03 MB |
4 | Qualification Certificate | 10 MB |
5 | No-Objection Certificate | 03 MB |
6 | Caste Certificate/EWS Certificate (If applicable) | 03 MB |
7 | PwBD Certificate (If applicable) | 03 MB |
9 | Pasport Size photo | 03 MB |
10 | Ex-Serviceman Discharge Certificate (If applicable) | 03 MB |
11 | Fitness certificate (If applicable) | 03 MB |
12 | Domicile cum Age relaxation certificates (If applicable) | 03 MB |
উপরের ডকুমেন্টসগুলি আবেদনকারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে। তবে এই নথি পত্রগুলি ছাড়াও ইন্টারভিউয়ের সময় আরো নথিপত্র লাগবে যেমন আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট সহ আরো অন্যান্য নথিপত্র। সেই ব্যাপারে বিস্তারিত জানার জন্য সকলকে অফিসিয়াল নোটিসটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Officer Trainee (Law) পদে (Recruitment of Officer Trainee (Law) – CLAT 2024) আবেদন করতে হলে আবেদনকারীর যেসব শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলি হল নিম্নরূপ-
- ৬০ শতাংশ বা তার বেশি নম্বর অথবা তার সমতুল্য CGPA নম্বর সহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আবেদনকারী প্রার্থীকে ৩ বছরের LLB বা ৫ বছরের ইন্টিগ্রেটেড Law/LLB কোর্স করে থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
CLAT 2024 Online Application | CLAT রেজিস্ট্রেশন শুরু | ১ লা জুলাই ২০২৩ |
CLAT 2024 Online Application | অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | ৩ রা নভেম্বর ২০২৩ |
POWERGRID | অনলাইনে আবেদন জমা দেওয়ার শুরু | ৯ ই নভেম্বর ২০২৩ |
POWERGRID | অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | ২৯ শে নভেম্বর ২০২৩ |
POWERGRID | ঊর্ধ্ব বয়স সীমার উদ্দেশ্যে কাট-অফ তারিখ | ২৯ শে নভেম্বর ২০২৩ |
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | যুক্ত হন |
Official website Link👉 | এখানে দেখুন |
Apply online👉 | এখানে দেখুন |
FAQ
Q. Power Grid Corporation of India Limited (PGCIL)-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে মোট কয়টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: মোট ১০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
Q. Power Grid Corporation of India Limited (PGCIL)-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদন করার পর কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে?
Ans: ৫০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
Q. Power Grid Corporation of India Limited (PGCIL)-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ কবে?
Ans: ২৯ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।