Free Free Free! প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ‘ফ্রি’!  আপনি কী ভাবে পাবেন? রইলো বিস্তারিত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

বর্তমান সময়ে সংসারে বিভিন্ন জিনিসপত্রের মধ্যে বেশিরভাগ ইলেকট্রিক জিনিসপত্র চলে আসায় ইলেকট্রিক বিল আগের তুলনায় অনেক বেশি আসছে। আর এতে সমস্যা হচ্ছে মধ্যবিত্তদের। একসঙ্গে অনেক বেশি পরিমাণ ইলেকট্রিক বিল দিতে গিয়ে অনেকের পকেটে টান পড়ছে।  

তবে এবার সেই চিন্তার দিন শেষ। কারণ কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের এই সমস্যার কথা ভেবে বিদ্যুতের বিল (Electricity Bill) সংক্রান্ত খরচ কমাতে চলেছে। এবার থেকে ইলেকট্রিক বিলের জন্য মধ্যবিত্তদের আর চিন্তা করতে হবে না।

কেন্দ্রীয় সরকার (Government of India)-এর প্রকল্প ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’র (Pradhanmantri Surya Ghar Bijli Yojana)-এর মাধ্যমে সাধারণ মানুষদের বিদ্যুৎ এর সুবিধা দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)সপ্তাহে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের কথা জানিয়েছেন।

আরও পড়ুন: UPI Transaction: UPI পেমেন্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-এর! আর পারবেন না যতখুশি লেনদেন করতে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

এই প্রকল্পের বিষয় ঘোষণার পর থেকে সমস্ত মানুষ এর মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে আগ্রহী হয়েছে। ইতিমধ্যেই প্রায় এক কোটি মানুষ এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করেছে। এই প্রকল্পের মাধ্যমে সুবিধা হিসেবে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাশাপাশি ভর্তুকিও দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকার (Government of India)-এর এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছিয়ে দেওয়ার জন্য কোটি কোটি বাড়িতে সোলার প্যানেল বসানো হবে। যেসব পরিবারের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে তাদের উপর যাতে কোন রকম আর্থিক চাপ না পড়ে কারো নিশ্চয়তা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: একদম ফ্রি! ১৫ আগস্ট উপলক্ষে পাবেন কেন্দ্রের সার্টিফিকেট! না নিলে পস্তাবেন!কিভাবে পাবেন? রইলো পদ্ধতি

এই প্রকল্পের মাধ্যমে আরো একটি সুবিধা হিসেবে তুলনামূলক কম সুদে ঋণ দেওয়া হবে। ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’ (Pradhanmantri Surya Ghar Bijli Yojna) প্রকল্পের মূল উদ্দেশ্য হল সারা দেশে সোলার ইনস্টলেশন বৃদ্ধি করা। এর মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ খরচ কমবে অপরদিকে তেমন অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়বে। একটি পরিবার থেকে যে পরিমাণ সৌর বিদ্যুৎ উৎপন্ন হবে তার অতিরিক্ত বিক্রি করা যাবে।

কেন্দ্রীয় সরকার (Government of India)-এর তরফ থেকে এই প্রকল্পের সুবিধা দেশের গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের জন্য উপলব্ধ। আবেদনের প্রথম শর্ত হিসেবে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার বার্ষিক আয় এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে হতে হবে।

আরও পড়ুন: আর দাঁড়াতে হবে না লাইনে! এবার কার্ড ঘষলেই পাবেন রেশন, চালু হল রাইস এটিএম

তবে কোন সদস্য যদি সরকারি চাকরি করে তাহলে সরকারি এই প্রকল্পের সুবিধা পাবে না। পাশাপাশি পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করে তবেও সে এই প্রকল্পের সাহায্যে পাবে না। আবেদন করতে হলে যেসব নথিগুলি লাগবে সেগুলি আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর, ব্যাংকের পাস বই, বাসস্থান এবং আয়ের প্রমাণপত্র, বিদ্যুৎ বিল অন্যান্য প্রয়োজনীয় নথি।