রাজ্যের এক বড় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! গ্রাহকদের মাথায় হাত

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ফের একবার কড়া পদক্ষেপ গ্রহণ করল RBI (Reserve Bank of India)। এই পদক্ষেপ নেওয়া হল একটি ব্যাঙ্কের ওপর। কোন ব্যাঙ্ক পরিচালনার নিয়মনীতি কী হওয়া উচিত সেবিষয়ে RBI-এর নির্দিষ্ট গাইডলাইন আছে। সেই নিয়ম সঠিক ভাবে না মানা হলে শাস্তি দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যাঙ্ককে। দেশের অন্যতম একটি প্রথম সারির ব্যাঙ্ক এই নিয়মনীতি সঠিক ভাবে না মানায় সেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিয়েছে RBI। যার ফলে সমস্যায় পড়তে চলেছে ওই ব্যাঙ্কের হাজার হাজার গ্রাহক।

ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI

RBI যে বড়ো ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিয়েছে সেটি আসাম-এ অবস্থিত। এর ফলে নিজেদের সঞ্চিত অর্থের ভবিষ্যৎ কি হবে এটা ভেবে ঘুম ছুটেছে ওই ব্যাঙ্কের গ্রাহকদের।

ব্যাঙ্কের (Mahabhairab Co-op Urban Bank) লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার ফলে ওখানে আর কোনো ধরনের ব্যাংকিং কার্যকলাপ করা যাবেনা। আরবিআই তার জারি করা এক বিবৃতিতে বলেছে ব্যাঙ্ক লিকুইডেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে অসমের রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজ-কে। আরবিআই-এর তরফে আরোও জানানো হয়েছে অপর্যাপ্ত মূলধন ও কমমাত্রায় আয়ের জন্য লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরও পড়ুন: ৪৪,৯০০ টাকা পর্যন্ত বেতনে ৭,৯৫১টি শূণ্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে

WhatsApp-এ যুক্ত হন👉 Join Now
Telegram গ্রুপে যুক্ত হন👉 Join Now

ব্যাঙ্কটি আমানতকারীদের সব টাকা মেটাতে ব্যর্থ হবে

আরবিআই সূত্রে জানা গিয়েছে যে, ব্যাঙ্কটির আর্থিক স্থিতি এমন নেই যে তারা তাদের সমস্ত আমানতকারীদের টাকা পরিশোধ করতে পারবে।

আরও পড়ুন: NABARD Recruitment 2024: এক জাতীয় ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার নিয়োগ চলেছে, রইলো বিস্তারিত

কিন্তু লিকুইডেশনের সময়, প্রত্যেক আমানতকারী তার আমানতের উপর সর্বাধিক  ৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারবেন আমানত বীমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে। ওই সমবায় ব্যাঙ্কের জমা দেওয়া তথ্য অনুযায়ী  প্রায় ৯৯.৮% আমানতকারী তাদের আমানতের পুরো পরিমাণ অর্থ  DICGC থেকে পাওয়ার অধিকারী। ইতিমধ্যে মোট বীমাকৃত আমানতের ২০.০৩ কোটি টাকা আমানতকারীদের দিয়ে দিয়েছে DICGC।

আরও পড়ুন: Teacher Recruitment: রাজ্যের স্কুলে একাধিক বিষয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ চলছে, রইলো বিস্তারিত